রায়গঞ্জে তিনদিনের উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্র আয়োজিত জেলাস্তরের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা
1 min readরায়গঞ্জে তিনদিনের উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্র আয়োজিত জেলাস্তরের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার মার্কেটে গত মঙ্গলবার থেকে উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে তিন দিনের জেলা স্তরের হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়।চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
মঙ্গলবার তিনদিনের এই জেলা স্তরের হস্ত শিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা সমাহর্তা সুরেন্দ্র কুমার মীনা। জেলা শিল্প কেন্দ্র আয়োজিত শিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় মোট ১২ জন শিল্পীকে চারটি বিভাগে ( ক) টেরাকোটা(খ) উড ও বাম্বু ক্রাফট(গ)জুট(ঘ)বিবিধ বিভাগে বিচারকগণ তাদের বিচারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচিত করা হবে।নির্বাচক মন্ডলীতে আছেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রায়গঞ্জের বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পাল। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত।