December 10, 2024

কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাত উচ্চতার বোল্লাকালীর পুজো ও মেলার প্রস্তুতি শুরু

1 min read

কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাত উচ্চতার বোল্লাকালীর পুজো ও মেলার প্রস্তুতি শুরু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ নভেম্বর: প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী ২২ নভেম্বর রাতে অনন্তপুর অঞ্চলের মির্জাপুর গ্রামে বোল্লাকালীর বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে। চোদ্দ হাতের এই বোল্লাকালী পুজোর পরবর্তী তিনদিন ধরে বাউলগানের আসর ও মেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামের ঐতিহ্যবাহী মা বোল্লাকালী মেলার অনুকরণেই ১৬ বছর আগে কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাতের বোল্লাকালীর পূজোর সূচনা হয়েছিল।

 

কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্দ্যোগে এই বোল্লাকালী পুজোর অন্যতম আকর্ষণ চোদ্দ হাত অর্থাৎ ২১ ফুটের কালীপ্রতিমা। কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সমাগম হয়ে থাকে মির্জাপুর গ্রামের এই বোল্লাকালী পুজোয়। এই পুজো কমিটির সদস্য ভবেশ বর্মন ও সোব্বা দাস জানান একসময় আমাদের এলাকার বহু মানুষ বালুরঘাটের বোল্লাকালীর মেলায় পুজো দিতে যেত। সারারাত জেগে বোল্লাকালীমেলায় পুজো দিতে বেশ কষ্ট হত। এরপরই মির্জাপুর গ্রামের বাসিন্দারা সম্মিলিত উদ্যোগে ১৪ হাতের মা বোল্লাকালীর পুজো শুরু করে।এই পূজার প্রস্তুতি ঘিরে গ্রামের মানুষদের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা দেখা যায

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *