October 23, 2024

অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে শতবর্ষের অধিক প্রাচীন কালিয়াগঞ্জ রেল স্টেশনের খোল নালচে পাল্টিয়ে দেবার দ্রুত কাজ চলছে

1 min read

অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে শতবর্ষের অধিক প্রাচীন কালিয়াগঞ্জ রেল স্টেশনের খোল নালচে পাল্টিয়ে দেবার দ্রুত কাজ চলছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ আগস্ট:মোদি সরকারের অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার শত বর্ষের প্রাচীন কালিয়াগঞ্জ রেল স্টেশনের সংস্কারের কাজ দ্রুততার সাথে রাত দিন চলছে বলে জানা যায়।বর্তমানে একটি ফুট ব্রিজ থাকার পরেও রেলস্টেশনের পূর্ব প্রান্তে আর একটি বড়সর ফুট ব্রিজের কাজ সম্পূর্ন করা হয়।বর্তমানে কালিয়াগঞ্জ রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পূর্ব অংশে ৮০ মিটার ও পশ্চিম অংশে ৫০ মিটার বর্তমানে যা ছিল তার চেয়ে বৃদ্ধি করা হয়েছে।শুধু তাই নয় ১নম্বর প্ল্যাটফর্মকে পূর্বের তুলনায় অনেকটাই উচুঁ করার কাজও শেষ করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে বেশ কিছু দিন থেকেই আবার আগের মতই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে

ইসমস্ত গাড়ি যাতায়াত করা শুরু হয়েছে। বর্তমানে কালিয়াগঞ্জ রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পূর্বের সমস্ত পুরানো কাঠামো ছিল তা সরিয়ে দিয়ে সেখানে পূর্ণ উদ্যমে নুতন ভাবে অত্যাধুনিক প্ল্যাটফর্ম শেড নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। রবিবার কালিয়াগঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হবার ফলে আগামী ছয় মাসের মধ্যে এই স্ট্রেশনের চেহারা একদম পাল্টে যাবে বলে তিনি জানান।কালিয়াগঞ্জ রেল স্টেশনে এসে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং কাটিহারের ডি আর এম সুরেন্দ্র কুমার পরিদর্শন করে সমস্ত কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেছেন। তিনি বলেন শুধু কালিয়াগঞ্জ স্টেশনই নয় রাধিকাপুর_ বারসই সেকশনে ডালিমগাঁও রেল স্টেশনের উন্নয়নের সাথে সাথে সেখানে রেলের পর্যাপ্ত জমি থাকায় ট্রেন রাখার জন্য নুতন ট্রাক করার প্রস্তাব দেওয়া হয়েছে।এই ট্রাকের কাজ সম্পন্ন হলে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার ট্রেনের কোন সমস্যা হবেনা বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *