October 23, 2024

করণদিঘিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জখম পাঁচ কর্মী

1 min read

করণদিঘিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জখম পাঁচ কর্মী

 বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট পাঁচ জন। আহতরা বিদ্যুত্ দপ্তরের কর্মী। ঘটনাটি ঘটেছে দোমহনা গ্ৰাম পঞ্চায়েতের ফাঁসিহারা গ্ৰামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মানিক বর্মন, পবিত্র ভক্ত, সাজু বর্মন, আকাশ বর্মন, বিপুল বর্মনের জখম গুরুতর।

তাঁরা ইটাহারের ধনকৈল গ্ৰামের বাসিন্দা। বৃহস্পতিবার করণদিঘিতে ঝড়ের তাণ্ডবে কিছু গাছপালা সহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। তারও ছিঁড়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবা বিছিন্ন হয়ে যায় দোহমনা গ্ৰাম পঞ্চায়েতের বিস্তির্ণ এলাকাজুড়ে। শুক্রবার দুপুরে দোমহনা গ্ৰাম পঞ্চায়েতের ফাঁসিহারা গ্ৰামে খুঁটি সহ তার সংযোগ কাজ করতে আসেন বিদ্যুৎদপ্তরের কর্মীরা। খুঁটি পুঁতে তার সংযোগ করার সময় হঠাৎই বিদ্যুতের সংস্পর্শে এসে পাঁচ কর্মী জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে পাঠান। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রেফার করে। করণদিঘি বিদ্যুৎদপ্তরের আধিকারিক আজগর আলি বলেন, বিদ্যুত্ পরিষেবার কাজ করতে গিয়ে কর্মীরা বিদ্যুৎপৃষ্ট হয়। আহতরা রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই ঘটনা ঘটল, তা তদন্ত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *