October 23, 2024

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মমতার, সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা

1 min read

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মমতার, সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা

 

রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে। শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ। বয়স হয়েছিল ৮৩ বছর। বিশ্বনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে।বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ। টানা সাত বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি।

 

১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক হন বিশ্বনাথ। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।কয়েক বছর আগে বিশ্বনাথ ক্যানসার আক্রান্ত হন। তাঁর চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসার খরচ বহন করতে পারছিল না তাঁর পরিবার। দলের পক্ষেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন কিছু দিন আগে।গত সপ্তাহেই বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে এসএসকেএমের সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর। ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছেন মমতা।প্রয়াত রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী (Biswanath Chowdhury)। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজ্য সরকারের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার SSKM হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষমেষ হার মারলেন বাম আমলের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। একটানা সাতবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) থেকে RSP-র টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। একটানা দীর্ঘদিন ধরে রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফরের দায়িত্ব সামলেছিলেন বিশ্বনাথ চৌধুরী। ১৯৮৭ থেকে একটানা ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।২০১১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। বছর কয়েক আগে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন। এরপর নানা হাসপাতালে তাঁর চিকিৎসা করিয়েছে পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তাঁর অসুস্থতার খবর পৌঁছোয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাক্তন কারা মন্ত্রীকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করা হয়। প্রাক্তন মন্ত্রীর যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।চলতি মাসের ১৬ তারিখে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। সেদিন থেকেই তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *