October 20, 2024

শহীদ স্মরণে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মালন গ্রামে তীরন্দাজ ও কাবাডি প্রতিযোগিতা

1 min read

শহীদ স্মরণে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মালন গ্রামে তীরন্দাজ ও কাবাডি প্রতিযোগিতা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ জুলাই:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত _বাংলাদেশ সীমান্তের মালোন গ্রামে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবক যুবতি দের তীরন্দাজ ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালোন গ্রামের এই অনুষ্ঠানে একদিকে যেমন তীরন্দাজ প্রতিযোগীদের ভিড় জমেছিল ঠিক তেমনি ভাবেই গ্রামের হারিয়ে যাওয়া খেলা কাবাডি দলের খেলোয়াড়দের মধ্যেও যথেষ্ট উন্মাদনা ছিল।

 

 

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় বুড়ো সঞ্চার আধিকারিক উত্তর দিনাজপুর জেলা শাখার ধীরাজ নারায়ণ রায় বি এস এফের কমান্ডার হৃদয় রাজ,বিভাগীয় প্রচারক সন্দীপ সামন্ত,,রায়,গণেশ চন্দ্র পাল সহ অনেকেই।অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সামনে ২৬ শে জুলাই এর তাৎপর্য ব্যাখ্যা কারন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। শুক্রবার দেশ জুড়ে কার্গিল বিজয় দিবস পালনের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার মালোনেও এই দিনটি যথা যোগ্য মর্যাদার সাথে পালিত হয়। জানা যায় ১৯৯৯ সালে লাদাখে নিয়ন্ত্রণ রেখা টপকিয়ে পাকিস্থানি হানাদার রা শীতকালে ভারতীয় সেনা বাহিনীর ছেড়ে যাওয়া চৌকিগুলি দখল করেছিল।প্রাথমিক ভাবে বেকায়দায় পরে যাওয়া ভারতীয় সেনাবাহিনী অনেক রক্তক্ষরণের মাধ্যমে পাকিস্থানি হানাদারদের এদেশের মাটি ছাড়া করেছিল “অপারেশন বিজয়” এর মাধ্যমে জুলাই মাসের ২৬ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *