কালিয়াগঞ্জ পৌর সভার অধীনে আবাস যোজনার ঘর নির্মাণের টাকা পেয়েও ঘর নির্মাণ না করায় উপ ভোক্তাদের আইনি নোটিস
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার অধীনে আবাস যোজনার ঘর নির্মাণের টাকা পেয়েও ঘর নির্মাণ না করায় উপ ভোক্তাদের আইনি নোটিস
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে পৌর দরিদ্র নাগরিকদের আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করা হয়।কিন্তু বেশ কিছু উপ ভোক্তা তারা নির্ধারিত সময়ের মধ্যে আবাস যোজনার গৃহ নির্মাণ না করে টাকা নিয়ে বসে আছে।সম্প্রতি কালিয়াগঞ্জ পৌর সভায় আবাস যোজনার কাজ পরিদর্শন করে যাবার সাথে সাথে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে আনুমানিক এক হাজার আবাস যোজনার উপভোক্তাদের কাছে আইনি নোটিস পাঠিয়ে দেওয়া হয়।তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে হয় আগামী ১৫ দিনের মধ্যে আবাসন যোজনার গৃহের কাজ শুরু করতে হবে না হলে ১৫ দিনের মধ্যে সরকারি অর্থ পৌর সভায় ফেরত দিতে হবে।অন্যথায় উপ ভোক্তাদের নামে কালিয়াগঞ্জ থানায় এফআইআর করা হবে। কালিয়াগঞ্জ পৌর সভা সূত্রের খবর নিয়ে জানা যায় ২০১৬_২০২০ সাল পর্যন্ত চারটি আর্থিক বছরে ” সবার বাড়ি ” প্রকল্প তথা প্রধান মন্ত্রী আবাস যোজনা (শহর) পাকা গৃহ নির্মাণের জন্য কালিয়াগঞ্জ শহরে চার হাজার পরিবার এই সুযোগ পেয়েছিল।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহ এক সাক্ষাৎকারে বলেন আবাস যোজনার সরকারি গৃহনির্মানের টাকা পেলেও প্রায় ১১০০ জন পরিবার কেও ভিত করে রেখে দিয়েছে,কেও লিণ্টার করে রেখে দিয়েছে আবার কেও হাতই দেয়নি।কালিয়াগঞ্জ পৌর সভার অধীনে যে সমস্ত উপভোক্তারা বছরের পর বছর টাকা পেয়েও গৃহ নির্মাণের কাজ ফেলে রেখেছেন তাদেরকেই পৌর সভা থেকে আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।তাদের পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে হয় কাজ শুরু করতে হবে নয়তো সরকারি অর্থ পৌর সভায় ফেরত দিতে হবে।১৫ দিনের মধ্যে এই কাজ না করলে থানায় প্রত্যেকের নামে এফ আই আর করা হবে।ইতিপূর্বে কালিয়াগঞ্জ পৌর সভা ৫৫ জন উপ ভোক্তার নামে থানায় এফ আই আর করা হলে তার ফল পাওয়া গেছে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।