January 10, 2025

২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোন বিধানসভার উপনির্বাচনে বিরোধীরা জিততে পারেনি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

1 min read

২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোন বিধানসভার উপনির্বাচনে বিরোধীরা জিততে পারেনি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

লাথি মেরে সোজা কচু বনে। ২০১৯ এর করিমপুর বিধানসভা উপনির্বাচনের চিত্র। সেই সময় বিজেপি প্রার্থী একটি বুথের সামনে কয়েকজনের সঙ্গে বচায় জড়ান। অভিযোগ সে সময় তৎকালীন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে কচু বনে   ফেলে দেওয়া হয়।

। আজ সেই জয়প্রকাশ মজুমদার কেই দেখা গেল বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচার করতে। পরে সাংবাদিকদের সামনে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোন বিধানসভার উপনির্বাচনে কোন আসনেই বিরোধীরা জয়লাভ করতে পারেনি তাই এবারও তারা জিততে পারবে না রায়গঞ্জে জিতবে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন আমরা কোন নির্বাচনে বিরোধীদের ছোট করে দেখি না আর অবজ্ঞা করি না। তিনি বলেন সকলকে মনে রাখতে হবে এটা মোদির নির্বাচন নয় এটা মমতাদির নির্বাচন। তাই উন্নয়নের নিরিখে দিদি এখানে জিতবে। তিনি বলেন উন্নয়নের জেরে আমরা এখানে জিতব কারণ আমরা সবসময় মানুষের পাশে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *