কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন অলি গলিতে স্কুল পড়ুয়া ছাত্রীদের নিশানায় উশৃঙ্খল যুবকেরা,প্রয়োজন জোড় পুলিশি তৎপরতা
1 min readকালিয়াগঞ্জ শহরের বিভিন্ন অলি গলিতে স্কুল পড়ুয়া ছাত্রীদের নিশানায় উশৃঙ্খল যুবকেরা,প্রয়োজন জোড় পুলিশি তৎপরতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর সব দিক দিয়েই শান্ত বলে সবার কাছেই পরিচিত। কিন্তূ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন অলি গলি দিয়ে যখন টিউশন পড়তে বা বিদ্যালয়ে যাবার পথে কিছু উশৃঙ্খল যুবকরা নাবালিকা ছাত্রীদের উত্যক্ত করতে নানা ভাবে চেষ্টা চালিয়ে যাবার কারনে স্কুলের নাবালিকা ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে।
সোমবার এমনই একটি ঘটনা ঘটে কালিয়াগঞ্জ শহরের তাঁরা বাজার গলির মধ্যে জনৈক নাবালিকা ছাত্রীটিউশন পড়তে যাবার সময় সাইকেলে করে যাবার পথে সেই নাবালিকা ছাত্রীর গায়ে হাত দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ছাত্রীটি তৎখনাৎ বাড়ি ফিরে এসেই তার বাবা মাকে এই ঘটনা জানালে পরিবারের অভিভাবকরাও এই ঘটনা জানার পর থেকে নাবালিকার সাথে আতঙ্কিত হয়ে পরে বলে জানা যায়। তারা কি করবে ভেবে না পেয়ে কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানো হয় বলে জানা যায়।কালিয়াগঞ্জ থানা থেকে ছাত্রীর অভিভাবককে বলা হয় আমরা দ্রুত এই ঘটনার দোষীকে খুঁজে বার করার চেষ্টা করার সাথে শহরের কোথাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে করা নজরদারির ব্যাবস্থা নেওয়া হবে বলে কালিয়াগঞ্জ থানা থেকে জানানো হয়। কালিয়া গঞ্জের সাধারন নাগরিক তথা ছাত্রীদের অভিভাবকদের দাবি কালিয়াগঞ্জ থানা থেকে অবিলম্বে এই ঘটনার দোষী উশৃঙ্খল যুবককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক বলে দাবি করেন।