কালিয়াগঞ্জ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকের আর্থিক তছরুপের তদন্ত ও তার বদলির দাবিতে ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকের আর্থিক তছরুপের তদন্ত ও তার বদলির দাবিতে ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ জুন: কালিয়াগঞ্জ ব্লকের WDO র বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করা, স্বনির্ভর মহিলাদের রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের ফান্ডের টাকার দূর্নীতি মুক্ত করা। নতুন সেলাই প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন না করা সহ মোট ৯ দফা দাবিতে মঙ্গলবার কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়কেকে ডেপুটেশন দিল কালিয়াগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন দুপুরে একটি প্রতিবাদ মিছিল করে এসে কালিয়াগঞ্জ বিডিও অফিসে
বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাবিপত্র বিডিওর দপ্তরে জমা দেওয়া হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তা এড়াতে বিডিও অফিসে ব্যাপক পুলিশ মতায়ন করা হয়।সংগঠনের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি পঞ্চমী দাস, তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য,,জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা দেবসর্মা,জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়,জেলা সম্পাদিকা দীপা সরকার,জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।উল্লেখ্য কয়েকদিন আগে কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু গ্রামীণ মহিলা স্বনির্ভর দলের তরফে WDO -এর বিরুদ্ধে আর্থিক তুচ্ছরুপের অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসনের কাছে।আগামী ৭ দিনের মধ্যে WDO -এর বিরুধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ যদি না করা হয় তালে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনের পথে নামা হবে। বলে বিডিওকে তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় বলে জানা যায়।