রায়গঞ্জ বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা,প্রার্থী হলেন মানস ঘোষ
1 min readরায়গঞ্জ বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা,প্রার্থী হলেন মানস ঘোষ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ জুন: অবশেষে রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনে ভারতীয় জনতা দলের প্রার্থীর নাম সোমবার ঘোষণা করলো ভারতীয় জনতা দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংহ।এবার রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। জানা যায় শাসক তৃণমূল দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার আসরে প্রার্থী করা হচ্ছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে যিনি পরাজিত হয়েছেন সেই কৃষ্ণ কল্যাণী,বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত।উত্তর দিনাজপুর জেলা বিজেপি সূত্রে জানা যায় রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী মানস ঘোষ একজন সবার কাছে গ্রহণ যোগ্য প্রার্থী।
জানা যায় মানস ঘোষ এমন একজন ব্যক্তি যার সাথে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের ভীষন ভালো সম্পর্ক বর্তমানেও।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কার্তিক পালের জেতার পেছনে মুল কারিগরের ভূমিকা এই মানস ঘোষ।উত্তর দিনাজপুর জেলার প্রতিটি রাজনৈতিক দলের মানুষদের নাম ধরে ধরে তিনি চেনেন বলে সবার কাছে পরিচিত।মানস ঘোষ একসময় প্রয়াত প্রিয় রঞ্জন দাস মুন্সীর ভাব শিষ্য হলেও দাদার মৃত্যুর পর তিনি কংগ্রেস দল থেকে তৃণমূল দলে নাম লিখান।কিছুদিনের মধ্যেই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি r দায়িত্ব পেয়ে যান।কিন্তু সেখানে বেশিদিন থাকতে না পেরে বিগত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে গেরুয়া শিবিরে যোগ দিয়ে ইতিমধ্যেই বিজেপি দলে তার কাজের সুবাদে একজন জেলার প্রতিষ্ঠিত নেতা হবার যোগ্যতা অর্জন করেছে বলে জানা যায়।বিজেপির জনৈক নেতা দৃঢ়তার সাথে বলেন কৃষ্ণ কল্যাণী তার দলের নেতাদের নিয়ে যত সভা করুন আর জুতো মেরে গরুদান করুন তাতে তৃণমূল নেতারা কতটা গলবে সেটা নেতারাই ভালো বলতে পারবেন।তবে এবারেও হারিয়ে যাওয়া আম এবং ছালা দুটোই যে ফেরত পাবার সম্ভাবনা খুব ক্ষীণ সেটা বলার অপেক্ষা রাখেনা।রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি । রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে, মানিকতলায় প্রার্থী হচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। বাগদা কেন্দ্র প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস।মানিকতলা বাদে বাকি তিন আসন অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ২০২১ সালে জিতেছিল বিজেপি। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় যে ফল হয়েছে তাদের তাতে এই উপনির্বাচনে আবার জয় ছিনিয়ে নেওয়া গেরুয়া শিবিরের কাছে চ্যালেঞ্জিং হবে। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের নিরিখে অবশ্য মানিকতলা ছাড়া রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে বিজেপি।আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ভোটগণনা হবে ১৩ জুলাই। কমিশন জানিয়েছে, উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছ’টি রাজ্যের ন’টি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে। ভোট হবে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পঞ্জাবের একটি করে কেন্দ্রে। হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দু’টি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে।