January 12, 2025

উত্তর দিনাজপুর জেলার সর্বত্র বিষাক্ত পার্থেনিয়ামের গাছে ছেয়ে গেলেও প্রশাসনের নেই হেলদোল_

1 min read

উত্তর দিনাজপুর জেলার সর্বত্র বিষাক্ত পার্থেনিয়ামের গাছে ছেয়ে গেলেও প্রশাসনের নেই হেলদোল_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জুন:বর্ষার ঠিক আগেই প্রতি বছরের মত এবারেও উত্তর দিনাজপুর জেলার সর্বত্র বিষাক্ত পার্থেনিয়াম গাছের সংখ্যা দিন দিন বেড়ে চল লেও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নেই কোন হেলদোল। জেলার মাঠে ঘাটেই শুধু পার্থেনিয়াম গাছ মাথা উচু করে দাঁড়িয়ে আছে তা নয়,রায়গঞ্জ বিশ্ববিদ্যালের ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ জায়গা করে নেবার সাথে সাথে রায়গঞ্জ_ বালুরঘাট ১০ নম্বর সড়কের দুই ধারেও প্রচুর এই বিষাক্ত গাছ দেখা যাচ্ছে।এই পার্থেনিয়াম নরম কান্ড একবর্শজীবী আগাছা গাছটিতে সাদা সাদা ফুল ধরলে দেখতে ভালো যদিও ভালো লাগে কিন্তু এটি বর বিষাক্ত গাছ।এই ফুলের রেণু শরীরের বা চামরায় লাগলে হতে পারে চর্ম রোগ।

আর যদি মানুষের স্বাস তন্ত্রে কোন ভাবে যদি প্রবেশ করে তাহলে স্বাস কষ্টের কারন হতে পারে।যা পরে জটিল রোগেও পরিণত হতে পারে।শুধু মানুষই নয় গবাদি পশুরাও এই বিষাক্ত পার্থে নিয়াম গাছ থেকে নিরাপদ নয়।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক তৃতীয় বর্ষের ছাত্র এই প্রতিবেদককে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিষাক্ত পার্থেনিয়াম গাছ গুলো বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কেটে ফেলার কথা মনে করিয়ে দিলেও তাদের এই ব্যাপারে কোন রকম তৎপরতা দেখা যায়না।যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার এক প্রশ্নের উত্তরে বলেন তিনি কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসের আশেপাশে কোন ভাবেই যাতে বিষাক্ত পার্থেনিযামের গাছ একটিও না থাকে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়ে দিবেন বলে জানান।একটি বিশ্ববিদ্যালয়ের মত স্থানে বিষাক্ত পার্থের্নিয়াম গাছ কি ভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ধারে কাছে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে এ ব্যাপারে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতিকে প্রশ্ন করলে তিনি বলেন কোন ভাবেই এই বিষাক্ত গাছ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আসেপাশে থাকতে পারেনা।যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রীদের থাকার কথা সেখানে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছের কোন ভাবেই থাকার কথা নয়।আমি ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখছি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *