January 12, 2025

হোস্টেলে বিদ্যালয়ের ছাত্রীরা সিগারেটের নেশায় গা ভাসিয়ে দেওয়ায় সাময়িক বরখাস্ত ১৫ ছাত্রী

1 min read

হোস্টেলে বিদ্যালয়ের ছাত্রীরা সিগারেটের নেশায় গা ভাসিয়ে দেওয়ায় সাময়িক বরখাস্ত ১৫ ছাত্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জুন: “এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার” এই গানটির গীতিকার প্রয়াত বিশিষ্ট সুর কার গীতিকার তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী জটিলেস্বর মুখোপাধ্যাযের। সত্যিই সামনে যে দিন উপস্থিত হচ্ছে এ যেন রাতের চেয়েও ভীষন অন্ধকার। আমরা যা চিন্তা ভাবনার মধ্যে আনিনা সেটাকে আমাদের দেখতে হচ্ছে। বিশ্বাস হচ্ছেনা,না হবারই কথা।এসব সিনেমার পর্দায় একসময় দেখা গেলেও এখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কোন এক নামী দামী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের দেখা যাচ্ছে তারা সিগারেটের নেশায় আসক্ত হয়ে পড়েছে।এই চিত্র ধরা পরছে কালিয়াগঞ্জ শহরের একটি বিদ্যালয়ে।বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের হোস্টেলের এই ১৫ জন ছাত্রীকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বলেও বিশ্বস্ত সূত্রের মারফত খবর পাওয়া যায়। কালিয়াগঞ্জ শহরের বালিকা বিদ্যালয়ের হোস্টেলে মেয়েরা সিগারেটের নেশায় আসক্ত এই খবর নুতন হলেও এই শহরের দুই একটি নামি দামী উচ্চ বিদ্যালয় আছে যে সব বিদ্যালয়ের জানলার আশেপাশে ঘুরলেই অজস্র মদের বোতল পাওয়া যাচ্ছে।

 

সন্ধ্যায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে লক্ষ করলেই দেখা যাবে বিদ্যালয়ের বিশাল ফুটবল মাঠের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বসে এলাকার উঠতি বয়সের ছেলেরা বিষাক্ত পরিবেশ তৈরি করছে।বার বার সতর্ক করার স্বার্থে খবর করলে দুই চার দিন ভালই থাকে। কিন্তূ তার পর যা হবার তাই হয়ে থাকে। বিদ্যালয়ের আবাসনের নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ছাত্রীরা আজ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যার প্রভাব কালিয়াগঞ্জ শহরের প্রতিটি অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রধান শিক্ষিকার অভিযোগ তিনি নিজে চোখে শুধু দেখেন নি আমি নিজের হাতে ধরেছে এই বিশাল ঘটনা।যদিও বরখাস্ত ছাত্রীদের পরিবারের অভিযোগ বিদ্যালয়ের দিকেই।তাদের বক্তব্য হোস্টেলে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কোন অনুশাসন যদি থাকতই তাহলে ছাত্রীদের এতবড় সাহস হতে পারতোনা বলেই তাদের ধারনা।অভিভাবকদের অভিযোগ, হোস্টেলে কর্তৃপক্ষ মেয়েদের দায়িত্ব নিচ্ছে অথচ হোস্টেলে অল্প বয়সী ছাত্রীরা কে কি করছে হোস্টেলে কর্তৃপক্ষের সেদিকে নজর থাকবেনা কেন? বিদ্যালয়ের দোষ ঢাকতে এখন ছাত্রীদের অভিভাবকদের ঘাড়ে দোষ চাপিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা মুক্ত থাকতে চাইছে।কালিয়াগঞ্জ শহরের প্রশাসনের উচিৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের সাথে হোস্টেলে থাকা ছাত্রীদের অভিভাবকদের নিয়ে একটি বৈঠক করা।এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরের বিশেষ করে বালিকা বিদ্যালয়ের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পরেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *