নিটে অনিয়মের প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে কংগ্রেসের মিছিল
1 min readনিটে অনিয়মের প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে কংগ্রেসের মিছিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জুন: মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে নিট পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের একাংশ।প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের সুরে সুর মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে তাল তলায় অবস্থিত
কংগ্রেসের দলীয় কার্যালয় রাজীব ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা মিছিল ও প্রতিবাদ সভা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে।বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত ও ছাত্র পরিষদ নেতা যপেন দেবশর্মা।যুব নেতা সৌম্য দত্ত তার ভাষনে বলেন পশ্চিমবঙ্গে যখন এস এস সি ও টেট কেলেঙ্কারি হয়েছিল তার প্রতিবাদে যুব কংগ্রেস যেমন সোচ্চার হয়ে পথে নেমেছিল এবারও সারা ভারতবর্ষে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।