কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ অসম্ভব ধীর গতিতে চলায় ট্রেন থেকে ওঠা নামায় বয়স্ক তথা ক্যান্সারে আক্রান্ত রোগীরা চরম সমস্যায়
1 min readকালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ অসম্ভব ধীর গতিতে চলায় ট্রেন থেকে ওঠা নামায় বয়স্ক তথা ক্যান্সারে আক্রান্ত রোগীরা চরম সমস্যায়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত হবার কারনে রেল স্টেশনের উন্নয়নের কাজ শুরু হয়েছে কয়েক মাস ধরেই।কালিয়াগঞ্জ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দুই দিকের সম্প্রসারনের কাজের সাথে প্ল্যাটফর্ম উচু করবার কারনে প্রচুর মাটি ফেলায় স্টেশনে যাত্রীদের যাতায়াত করা চরম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।শুধু তাই নয় রাধিকাপুর_কলকাতা ট্রেনটির বাতানুকূল শ্রেনীর যাত্রীদের অভিযোগ,সকালে আসা কলকাতা_রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের তাদের কামড়া স্টেশনের প্ল্যাটফর্মের অনেক বাইরে দাঁড়িয়ে পরছে।যেখানে ট্রেন থেকে অনেক নিচুতে নামতে বয়স্ক মানুষদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে।শুধু বয়স্ক মানুষই নয় বিভিন্ন ধরনের রোগীরা বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীদেরও এ সি কামড়া এমন জায়গায় থামছে যেখান থেকে নামতে কাল ঘাম ছুটে যাচ্ছে যাত্রীদের।
মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মারোয়ারী সম্প্রদায়ের গৃহবধু এই প্রতিবেদককে ক্ষুব্ধ হয়ে বলেন কেন রেল দপ্তর এ সি কোচের যাত্রীদের কাছ থেকে বেশি পয়সা ভাড়া নিয়ে নামার সময় রেল লাইনের জঙ্গলের মধ্যে প্ল্যাটফর্মের বাইরে ট্রেনকে দার করিয়ে দিচ্ছে?কেন এ সি কামরার যাত্রীদের কোচ মাঝখানে রাখা হচ্ছেনা?এটা কি রেল দপ্তরের যাত্রী পরিষেবার নমুনা?তিনি বলেন বয়স্ক এবং অসুস্থ রোগীদের কথা চিন্তা করে এর সুব্যবস্থা করা হোক।মহিলা গৃহ বধুর আরো দাবি কালিয়াগঞ্জ স্টেশনে এই ট্রেনের স্টপেজ মাত্র দুই মিনিট দেবার ফলে বয়স্ক যাত্রীদের ট্রেন থেকে নামা ওঠা করতে করতেই ট্রেন ছাড়ার হুইসেল পরে যায়।তার দাবি কম করেও কালিয়াগঞ্জ রেল স্টেশনে পাঁচ মিনিট স্টপেজ দেবার ব্যাবস্থা করার আবেদন জানান বয়স্ক ও অসুস্থ যাত্রীদের কথা মাথায় রেখে। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারকে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন রেলের উন্নয়নের ব্যাপারে আমাদের কিছু বলার নেই।তবে এ সি কোচের বয়স্ক তথা রোগীদের কথা চিন্তা ভাবনা করে কিছু করা যায় কিনা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো বলে জানান।