January 6, 2025

চাকুলিয়ার আলী ইমরানের গড়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল জনজোয়ারে মাতোয়ারা

1 min read

চাকুলিয়ার আলী ইমরানের গড়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল জনজোয়ারে মাতোয়ারা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ মার্চ: বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল কংগ্রেস নেতা আলী ইমরান রমজের চাকুলিয়ার গড়ে প্রচারে পৌঁছালে এলাকার মানুষেরা তাকে নিয়ে মেতে ওঠে।চাকুলিয়ায় বিজেপি প্রার্থী কার্তিক পালকে দেখা যায় সবার সাথে তিনিও আনন্দে মাতোয়ারা হয়ে ঢোলক বাজাচ্ছে।

বিজেপি প্রার্থী কার্তিক পাল বেলা ১ টায় কানকি ধামে পূজো দিয়ে চকুলিয়ায় কার্যকর্তা বৈঠকে যোগ দেন।সেখান থেকে অসুরাগড়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে গিয়ে পূজা দিয়ে এলাকার মানুষদের সাথে পরিচয় করেন। পরে ডালখোলা হনুমান মন্দিরে পূজা দিয়ে ডাল খোলার গননায়ক ভবনে কার্তিক পাল কার্য্যকরি বৈঠকে যোগ দিয়ে বলেন তিনি রায়গঞ্জ লোকসভা আসনে জয়ী হলে শুধু রায়গঞ্জ কালিয়াগঞ্জ নয় তার উন্নয়ন মূলককাজ রায়গঞ্জ এবং ইসলামপুর মহকুমায় সমান ভাবে করার উদ্যোগ নেওয়া হবে বলে কার্তিক পাল উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বললে তাকে উপস্থিত কর্মীরা অভিনন্দন জানান।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কার্তিক পাল বলেন শাসক দলের প্রার্থীর সাথে প্রচুর মানুষ,বাহুবলী থাকলেও ভোটের বাক্সে তার কোন প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *