রায়গঞ্জ আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই কার্তিক পাল নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন
1 min readরায়গঞ্জ আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই কার্তিক পাল নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ মার্চ:অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপির প্রার্থী কার্তিক পালের নাম ঘোষণা হবার সাথে সাথেই কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা তিরিশ মিনিট ধরে আতশ বাজির খেলায় মেতে উঠে।
কার্যত ভূমি পুত্রের দাবি মেনেই কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা তথা কালিয়াগঞ্জ শহরের রূপকার কার্তিক চন্দ্র পালের নামে শীল মোহর দেওয়ায় শুধু কালিয়াগঞ্জই নয় উত্তর দিনাজপুর জেলার বিজেপি সমর্থকদের মধ্যে চোখে পড়ার মত উচ্ছ্বাস দেখা যায়।
সোমবার সকালে কালিয়া গঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালির মন্দিরে পূজো দিয়ে রাধিকাপুর এবং মালগাঁও অঞ্চলে গিয়ে দুই সহিদ পরিবার মৃত্যুঞ্জয় এবং ডলির কবরে গিয়ে ফুলের মালা দিয়ে কার্তিক পাল বলেন এদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেবার সাথে সাথে এদের পরিবার যাতে প্রকৃত বিচার পায় তার আশ্বাস দেন কার্তিক পাল।
কালিয়াগঞ্জ পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক পাল পূর্বে তৃণমূলের নেতা থাকলেও তিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার বিজেপি দলের বিরোধী নেতার সন্মান পান।
তিনি তৃণমূলের প্রাক্তন পৌর পিতা থাকা কালীন তিনি কালিয়াগঞ্জ শহরের ব্যাপক উন্নয়ন করে তিনি রপকারের গৌরব অর্জন করেন। রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল সাংবাদিকদের জানান তিনি দলের কাছে কৃতজ্ঞ।দলের সন্মান রক্ষা করাই তার প্রধান কাজ।তিনি বলেন মানুষ তৃণমূলের কাজ কর্মে তিতি বিরক্ত হলেও সামনা সামনি কিছু বলতে পারেনা। কারন কোন ভাবে তৃণমূলের প্রতি আনুগত্যের অভাব প্রমাণিত হলেই সমুহ বিপদ।তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকে সাধারন মানুষের সামনে তুলে ধরবেন।রায়গঞ্জ লোকসভার অধীনে সাতটি বিধান সভায় যাতে উন্নয়ন ঘটে তিনি জয়ী হলে সেই চেষ্টায় তার থাকবে বলে প্রতিশ্রুতি দেন।মঙ্গলবার রঙের উৎসব দোল থাকায় এদিন আর প্রচারে তিনি না গিয়ে পাড়ায় সবার সাথে রঙ খেলায় মেতে থাকেন কার্তিক পাল।