প্রিয় রঞ্জনের অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করার জন্য জনতা জনার্দন আমাকেই দায়িত্ব দেবে_আলী ইমরান রমজ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ মার্চ:তৃণমূল নয়,বিজেপি নয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লোকসভা আসনের যোগ্য প্রার্থী হিসাবে প্রয়াত প্রিয় রঞ্জন দাস মুন্সীর অসম্পূর্ন কাজ সম্পন্ন করতে আপনারা আমাকে আশীর্বাদ করুন।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য মঞ্চে পরিপুর্ণ হলঘরে এক কর্মী সভায় বিকেলে বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ( ভিক্টর) আহ্বান জানান। তিনি বলেন রায়গঞ্জ আসনে যিনি তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবার তার আমও যাবে ছালাও যাবে।
বাম কংগ্রেস জোটের সাথে বিজেপির লড়াই হলেও রায়গঞ্জ আসন এবার রায়গঞ্জের ৫ নম্বর লোকসভা আসনটি বাম কংগ্রেস জোটের প্রার্থী কংগ্রেসের ঝুলিতেই যে যাচ্ছে তা মানুষের এই কয়দিনের প্রচারে গিয়েই বুঝেছি বলে জানান আলী ইমরান রমজ। তিনি বলেন দীপা বৌদির সাথে আমার যোগাযোগ প্রায় প্রতিদিন হয়।তিনি বলেছেন বৌদি বলেছেন তিনি অন্য রাজ্যের গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন।তবে সময় করে আমি তোমার সাথে প্রচারে যাবো অবশ্যই।উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন দিদি আর মোদির মধ্যে কত বন্ধুত্ব দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়াতেই মানুষ ভালো করেই বুঝতে পেরেছে।মোদি দিদিকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন ইন্ডিয়া জোটে তুমি গেলে আমি তোমাদের পিসি ভাইপোকে রক্ষা করতে পারবোনা।দিদি মোদির কথার অবাধ্য না হায়ে সাথে সাথে কংগ্রেসের উপর দোষ চাপিয়ে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যান।মোহিত বাবু বলেন রায়গঞ্জ আসন একটি প্রেস্টিজিয়াস আসন।এই আসনে কোন ঠিকাদার বা ব্যাবসায়ী প্রার্থী হয়ে জয়ী হবে মানুষ তা চায়না।তাই এখন তরুণ তুর্কি সৎ,তিনবারের বিধায়ক বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ (ভিক্টর)কে বিপুল ভোটে জয়ী করবেন বলেই তার বিশ্বাস।বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য উত্তম পাল,সিপিআইএম এর বর্ষীয়ান নেতা ভারতেন্দ্র চৌধুরী।উপস্থিত ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত,কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি তুলসী জয় সোয়াল বাম কংগ্রেস জোটের কর্মী সভায় বেশ কয়েকজন তৃণমূল সমর্থক জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেস দলে যোগদান করেন।কর্মীসভা শেষে কালিয়াগঞ্জ শহরের ভবানী মন্দিরের সন্নিকটে প্রয়াত কালিয়া গঞ্জের ভূমি পুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিকৃতিতে মাল্য দান করেন আলী ইমরান রমজ(ভিক্টর)।