December 29, 2024

সাতদিনের অন্যন্য নাট্য মেলায় অনন্য নাট্য সংস্থার প্রাণ পুরুষ বিভু ভূষন সাহা এবং অনন্য নাট্য সংস্থার নাট্য কর্মী নির্মল গুন সংবর্ধিত

1 min read

সাতদিনের অন্যন্য নাট্য মেলায় অনন্য নাট্য সংস্থার প্রাণ পুরুষ বিভু ভূষন সাহা এবং অনন্য নাট্য সংস্থার নাট্য কর্মী নির্মল গুন সংবর্ধিত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ মার্চ: উত্তর দিনাজপুর জেলার নাটকের শহর কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে অন্যন্য থিয়েটার আয়োজিত সাতদিনের নাট্য মেলার ষষ্ঠ দিন শুক্রবার ছিল এই নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস।প্রতিষ্ঠা দিবসে অনন্য থিয়েটারের সদস্য সদস্যরা প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সবাই সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে তেত্রিশতম জন্মদিন পালন করেন।

জানা যায় ১৯৯২ সালের ২২শে মার্চ এই দিনেই কালিয়াগঞ্জ শহরে কয়েকজন নাট্যমনা যুবক অনন্য থিয়েটারের প্রতিষ্ঠা করে।নাট্য মেলার ষষ্ঠ দিনে অনন্য থিয়েটারের প্রাণ পুরুষ তথা অভিনেতা ও নির্দেশক বিভু ভূষন সাহাকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনা দেন নাট্য সংস্থার সভাপতি তথা নাট্যকার মানিক রায় চৌধুরী।তিনি উত্তরীয় পরিয়ে দিয়ে বিভু ভূষন সাহার হাতে মানপত্র এবং একটি সুদৃশ্য মানপত্র তুলে দেন।সংবর্ধনার উত্তরে বিভু ভূষন সাহা বলেন আমি সত্যিই আজ সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়েছি।

তেত্রিশ বছর ধরে এই নাট্য সংস্থাকে নিয়ে তার ভালোর চেয়ে কোথায় খামতি রয়েছে সেই ত্রুটিগুলো মেরামত করবার চেষ্টা করে চলেছি। অপর দিকে অনন্য নাট্য সংস্থার প্রতিষ্ঠা লগ্নের সমযকার নাট্য কর্মী নির্মল(নিমু) গুনকে সম্বর্ধনা দেন অনন্য থিয়েটারের আলোক শিল্পী কমল বসাক।সংবর্ধনার উত্তরে নির্মল(নিমু)গুন বলেন আমি এই সন্মান পেয়ে প্রচন্ড খুশি হয়েছি।আমি যেন আরো তেত্রিশ বছর এই সংস্থার সাথে যুক্ত থেকে নাটক করে যেতে পারি এই আশীর্বাদ আমার সবার কাছে প্রার্থনা।সংবর্ধনা অনুষ্ঠানের শেষে পরিবেশিত হয় অনুস্বর(ঢাকা,বাংলাদেশ) প্রযোজনা নাটক”রায় মঙ্গল”।নাটক ও নির্দেশনা সাইফ সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..