December 28, 2024

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের  প্রার্থী আলী ইমরান রমজ প্রিয় ইমেজকে উস্কিয়ে দিতে প্রিয় পুত্র মিছিলের উপর ভরসা রাখছে

1 min read

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের  প্রার্থী আলী ইমরান রমজ প্রিয় ইমেজকে উস্কিয়ে দিতে প্রিয় পুত্র মিছিলের উপর ভরসা রাখছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ মার্চ:রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরান রমজ চান প্রয়াত প্রিয় রঞ্জন দাস মুন্সীর পুত্র মিছিলকে নিয়ে ভোটের প্রচার করলে জনমানসে তার আলাদা প্রভাব পড়তে বাধ্য।তাই তিনি প্রিয় রঞ্জন দাস মুন্সীর মিথকে কাজে লাগাতে নির্বাচনের ময়দানে দীপা বৌদি ও তার সুযোগ্য পুত্রকে কাজে লাগানোর জন্য উঠে পড়ে লেগেছেন আলী ইমরান রমজ।জানা যায় সামান্য কিছুদিন আগে প্রয়াত বিধায়ক রমজান আলীর পুত্র আলী ইমরান রমজ(ভিক্টর)ফরোয়ার্ড ব্লক ছেড়ে জাতীয় কংগ্রেস দলের উত্তর দিনাজপুর জেলায় যোগদান করেন।

 

আলী ইমরানের মত একজন লড়াকু নেতা কংগ্রেসে যোগদান করার পর কংগ্রেসকে উজ্জীবিত করতে বিশেষ করে যুবকরা ইমরানের পাশে এসে আসছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাম কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী আলী ইমরান বলেন আন্তরিকতার সাথে কাজ করলে যেকোন কাজে সফলতা মেলে।তাই আমার ইচ্ছা প্রয়াত প্রিয় রঞ্জন দাস মুন্সীর উত্তর দিনাজপুর জেলার সুকিয়ে জাওয়া কংগ্রেসের গরকে পুনরায় আগের মত একটি সাজানো বাগানে পরিণত করা যায় কিনা তার চেষ্টায় আছি।এই জন্য এই ভোটের মাঠে প্রয়োজন প্রয়াত প্রাক্তন ভূমি পুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সীর সহধর্মিনি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী এবং পুত্র মিছিলের মত মুখের। আপাদ মস্তক বাম ঘরানার বেড়ে উঠা আলী ইমরান রমজ গত দেড় বছর পূর্বে ফরোয়ার্ড ব্লক থেকে কংগ্রেস আসেন।প্রিয়রঞ্জন দাস মুন্সীর মৃত্যুর পর বেশ কিছুদিন দীপা দাস মুন্সী উত্তর দিনাজপুর কংগ্রেসের হাল ধরে ফসলও পেয়েছিলেন।তিনি বেশ কিছুদিন কেন্দ্রের রাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও ছিলেন।পরবর্তীতে সেইভাবে তৃণমূলের রাজনৈতিক আন্দোলনের সামনে তিনি জেলার কংগ্রেস কর্মীদের নিয়ে সেই ভাবে না চলার কারনেই কংগ্রেস থেকে অনেকেই তৃণমূলে চলে যেতে বাধ্য হয় বলে জানা যায়।তাই দীপা দেবীও মনে মনে ঠিক করেছেন এখন কিং না হয়ে কিং মেকার হওয়াটাই প্রকৃত পক্ষে দলের হয়ে কাজ করা প্রয়োজন।কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার প্রবীণ সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন আলী ইমরানের মত যুবককে সামনে রেখেই উত্তর দিনাজপুর কংগ্রেস লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছে।উত্তর দিনাজপুর জেলার সর্বত্র আজও প্রয়াত কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস মুন্সীর উপর মানুষের স্রধ্যা ভালোবাসা অটুট।তার প্রতি মানুষের অগাধ আস্থা আজও আমরা দেখতে পাই। আমরা যদি সবাই মিলে দীপা বৌদি ও মিছিলকে নিয়ে ভোটের মিছিলে মিটিংয়ে মানুষের সামনে যেতে পারি মানুষ প্রিয়দার উন্মাদনায় উজ্জীবিত হয়ে উঠবে এটা আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..