পদ্ম ফুলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আজও ধোঁয়াশা,ক্ষোভ দলের মধ্যে
1 min readপদ্ম ফুলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আজও ধোঁয়াশা,ক্ষোভ দলের মধ্যে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ মার্চ:নির্বাচন ঘোষনার পূর্বেই এই রাজ্যে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে যাওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।এবারের লোকসভা নির্বাচনে অমিত সাহু ৩৫ টি আসন লক্ষমাত্রা ধার্য্য করলেও প্রধানমন্ত্রীর লক্ষ মাত্রা আরো বেশি।কিন্তু লক্ষ মাত্রা ধার্য্য করে দিলেও আজ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে ধোঁয়াশা না কাটায় জেলার পদ্ম সমর্থকদের মধ্যে প্রচন্ড অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়।বিজেপি পশ্চিমবঙ্গে সবার আগেই ২০ টি আসন ঘোষণা করলেও একটি আসন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ১৯টি আসনের নাম ঘোষণা করা হয়েছে।এখনো ২৩ টি আসনের নাম ঘোষণা করতে হবে।রায়গঞ্জের আসনের নাম ২৩ টি আসনের মধ্যে থাকায় উত্তর দিনাজপুর জেলার পদ্ম ফুলের কর্মীরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে।
১৯ সালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আসনে প্রার্থী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী।দেবশ্রী চৌধুরী যথেষ্ট ভালো কাজ করেও তাকে বহিরাগত আখ্যা দিয়ে পদ্ম ফুলের কর্মীদের দাবি এবার ভূমি পুত্রকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে হবে।বহিরাগত প্রার্থী কোন ভাবেই তারা মেনে নেবেনা।ফলে উত্তর দিনাজপুর জেলার ভোটের ময়দানে তৃণমূলের ডাকাবুকো প্রার্থী কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে দিলেও বিজেপির প্রার্থীর নাম নিয়ে চলছে এখনো জবর ধোঁয়াশা।দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার তার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে ভোটের প্রচার শুরু করলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা না করার ফলে উত্তর দিনাজপুর জেলার পদ্ম শিবিরে দেখা দিয়েছে অশান্তির আবহ।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মী বলেন আমাদের প্রতিপক্ষ তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ব্যাপক ভাবে প্রতিদিন নির্বাচনের মাঠে নেমে কাজ করছে আর আমাদের বসে বসে সে সব দেখতে হচ্ছে।যদিও উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার বসলেন বিজেপি একটি সর্বভারতীয় দল।পশ্চিমবঙ্গের মত মাত্র ৪২ টি আসন নয় সারা ভারতবর্ষের প্রার্থীদের কথা চিন্তা করতে হয়।তাই প্রার্থী বাছাই করতে হয়তো একটু দেরি হচ্ছে ঠিকই।আমাদের প্রার্থীর নাম একজন ব্যক্তির মাধ্যমে ঠিক হয়না।এই দলের অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।তাই সঠিক সময়েই প্রকাশ হয়ে যাবে।তিনি বলেন যখনই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হবে তাতে কোন অসুবিধা হবেনা।বিজেপিই রায়গঞ্জ আসনে ২০১৯ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিল ২০২৪ সালেও বিজেপির প্রার্থী এবার লক্ষাধিক ভোটে জয়ী হবেই নিশ্চিত ভাবেই বলা যায়।