October 24, 2024

অনন্যর নাট্য মেলায় নাটকের সেমিনারের বিষয়”নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা”

1 min read

অনন্যর নাট্য মেলায় নাটকের সেমিনারের বিষয়”নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ মার্চ:সোমবার উত্তর দিনাজপুর জেলার নাটকের শহর কালিয়াগঞ্জ নজমূ নাট্য নিকেতনে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের উদ্যোগে একটি নাট্য সেমিনারের আয়োজন করা হয়।এই নাট্য সেমিনারের বিষয় ছিল”নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা”।সেমিনারের মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ভূমি পুত্র,জেলা তথা উত্তরবঙ্গের গর্ব তথা প্রাক্তনী এন এস ডি নিউ দিল্লী অমিত ব্যানার্জী এবং অয়ন জোয়াদ্দার,নাট্যকার,পরিচালক, এবং অভিনেতা।অয়ন জোয়াদ্দার নাটক নির্মাণে অভিনেতার ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন অভিনয় বলতে অভি নয়।

অভি মানে রস আর নয় অর্থ নিয়ে যাওয়া।অর্থাৎ যেখান থেকে রস নিয়ে যাওয়া যেতে পারে তাকেই অভিনয় বলা যায়।তিনি বলেন অভিনেতার চেয়েও নাটকে সব থেকে বড় ভূমিকা দর্শকদের থাকে।কেননা দর্শক সামনে না থাকলে সেই অভিনয়ের থাকেনা কোন মূল্য।কালিয়াগঞ্জের ভূমিপুত্র গর্ব তথা দিল্লীর প্রাক্তনী এন এস ডি অমিত ব্যানার্জী নাটক নির্মাণে অভিনেতার ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন একজন অভিনেতা তিরিশ দিন রিহার্সেল দেবার পর একদিন মঞ্চে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নিতে পারে তিনিই তো অভিনেতা।অভিনেতা ছাড়া যেমন নাটক হতে পারেনা। তেমনি দর্শক ছাড়া নাটক চিন্তাই করা যায়না।অমিত ব্যানার্জী বলেন কালিয়াগঞ্জ আমাকে যা দিয়েছে তাকে মূলধন করেই আমার যাত্রা শুরু।তিনি বলেন কালিয়াগঞ্জের যাত্রিক নাট্য সংস্থার কর্নধার নরেন্দ্র নারায়ন চক্রবর্তী(গোরাদা) র?আমার নাটকের গুরূ ছিলেন।নাটক আমার জীবনের স্বপ্ন ছিল।জীবনটা নাটকের পেছনেই বিলিয়ে দিয়েছি। কিন্তূ আমি এখনো কিছুই জানিনা।তিনি বলেন বড় কঠিন বিষয় নাটক।এর শেষ কোথায় কেও বলতে পারবেনা।তাই আমার ৬৩ বছরের অভিজ্ঞ্তার বিচারে ভারত বর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশের বিভিন্ন স্থানে নাটক নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি একটা জিনিস সেটা হল প্র্যাকটিস।সাধনা। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস মোর প্র্যাকটিস।এটাই নাটকের শেষ কথা।সেমিনারের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের প্রাণ পুরুষ বিভু ভূষন সাহা উপস্থিত ছিলেন।তিনি বলেন আমরা আমাদের অমিতদাকে বলবো কালিয়াগঞ্জ শহরে একটা বড়মাপের নাট্য সেমিনার হবে যেখানে আমিতদা ছাড়া ভারতবর্ষের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা থাকবেন।সেমিনারের বক্তব্য শোনার পর কিছু সময় প্রশ্নোত্তর পর্ব চলে।সেমিনার শুনতে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে ব্যাপক অংশের নাট্যমোদিরা উপস্থিত থেকে নাটক সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *