কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি কর্তৃক কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দেবব্রত মুখার্জি সংবর্ধিত
1 min readকালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি কর্তৃক কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দেবব্রত মুখার্জি সংবর্ধিত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ মার্চ,রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সদস্যরা কালিয়াগঞ্জ থানায় গিয়ে থানার নুতন আই সি দেবব্রত মুখার্জিকে ফুলের স্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানান।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ বলেন কালিয়াগঞ্জ থানার নুতন আই সি কালিয়াগঞ্জ ব্লকের আইন শৃঙ্খলা অত্যন্ত দক্ষতার সাথে ধরে রাখবেন বলেই তিনি বিশ্বাস করেন
এবং কালিয়াগঞ্জ ব্লকের লোকসভা নির্বাচনের দিনগুলি সুন্দর ভাবে অতিবাহিত হয়ে জেলার মধ্যে সুনাম অর্জন করবে বলেই তিনি মনে করেন।উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সন্দীপ ধর, ডা চিন্ময় দেবগুপ্ত,অনিল দেব শর্মা,নরেন্দ্র নাথ দাস,শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা।সংবর্ধনার উত্তরে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায় বলেন তিনি ভীষন খুশি হয়েছেন।তিনি উপস্থিত সবাইকে অভিনন্দন জানান।