রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক পালের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জের আকাশে বাতাসে যেন বিশ্বকাপ জয়ের আনন্দ
1 min readরায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক পালের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জের আকাশে বাতাসে যেন বিশ্বকাপ জয়ের আনন্দ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ মার্চ: অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান। কয়েকজনের নাম নিয়ে চুল চেরা বিশ্লেষন চললেও অবশেষে রবিবার রাতে বিজেপি কেন্দ্রীয় কমিটি কালিয়াগঞ্জের ভূমি পুত্র তথা কালিয়াগঞ্জের প্রাক্তন পৌর পিতা তথা কালিয়াগঞ্জ শহরের রূপকার কার্তিক চন্দ্র পালের নাম ঘোষণা করায় কালিয়াগঞ্জের আকাশে বাতাসে এতটাই আতশ বাজির আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছিল যেন মনে হচ্ছিল ভারত বিশ্বকাপ জয় করে এনেছে।ভূমিপুত্র কার্তিক পালের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জ শহরে আনন্দের বন্যা বইতে শুরু করে।উল্লেখ কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের প্রাক্তন পুর পিতা ছিলেন।
২০২০ সালের ডিসেম্বর মাসে জোড়া ঘাসফুল শিবির ছেড়ে তিনি পদ্মফুল শিবিরে যোগদান করেন। বর্তমানে বিজেপির জেলা সাধারণ সম্পাদক পদে নিযুক্ত। প্রয়াত কংগ্রেস পৌর পিতা অরুণ দে সরকারের সময় কংগ্রেসের পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন।পরে তৃণমূলে যোগ দিয়ে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হয়ে শহরের একগুচ্ছ উন্নয়নের কৃতিত্ব অর্জন করেন কার্তিকচন্দ্র পাল।
তবে ২০২০ এর ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েই বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হন। কালিয়াগঞ্জ এ তিনি বেশ জনপ্রিয় তার পূর্বের কিছু উন্নয়ন মূলক কার্যকলাপের জন্য।
এদিকে কার্তিক চন্দ্র পালের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জে বহু মানুষ আনন্দে উচ্ছাসিত হয়ে পড়েন। অনেকেই বলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন যেভাবে তিনি উন্নয়নের ধারা বজায় রেখেছিলেন কালিয়াগঞ্জ এর জন্য এবার তিনি সাংসদ হয়ে রায়গঞ্জ লোকসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজেও তিনি একই রকম ভাবে ঝাঁপিয়ে পড়বেন। যেটা জেলা বাসীর কাছে নতুন একটা প্রাপ্তি।