মধুপুরের বিজেপির বুথ কর্মকর্তা সভায় দেবশ্রী চৌধুরীর জানান এবার গতবারের দ্বিগুণ ভোটে রায়গঞ্জের প্রার্থীকে জয়ী করতে হবে
1 min readমধুপুরের বিজেপির বুথ কর্মকর্তা সভায় দেবশ্রী চৌধুরীর জানান এবার গতবারের দ্বিগুণ ভোটে রায়গঞ্জের প্রার্থীকে জয়ী করতে হবে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জানুয়ারী:আসছে ২৪ শের লোকসভা নির্বাচন দুয়ারে এসে গেছে। আমাদের আরাধ্য দেবতাকেও আমরা পেয়ে গেছে।তিনি আমাদের শক্তি।তাই আগামী লোকসভা নির্বাচন রায়গঞ্জের আসনটিতে গত নির্বাচনে জয়ী হওয়া ভোটের তিনগুণ ভোটে আমাদের প্রার্থীকে জয়ী করতে হবে।
বুধবার উত্তর দিনাজপুরের মধুপুরের বারদুয়ারি মোড়ের বিজেপির বুথ কর্মকর্তা সন্মেলনে এই কথা বলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন উত্তর দিনাজপুর জেলায় কেন্দ্রীয় সরকারের অনেক কাজ করা হয়েছে।আরো অনেক করার আছে আগামীতে উত্তর দিনাজপুর জেলার আরো কাজ হবে বলে জানান।দেবশ্রী চৌধুরী জানান আমাদের সবাইকে এবার আলাদা শক্তি নিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার সময় হয়ে গেছে। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার বলেন সমস্ত কর্মকর্তাদের তিনি বিশেষ ভাবে আহ্বান জানান কর্মকর্তাদের।তিনি বলেন মানুষ প্রকৃত ভোটটি চায়। আর সেটা হলেই তৃণমূল দলকে আর মাথা তুলে দাড়াতে হবেনা।মানুষই শেষ কথা বলবে।তাই কোমর বেঁধে সবাইকে নামতে হবে,সাধারন।মানুষের পাশে যেতে হবে সমস্যা হলে তার সমাধানের চেষ্টা করতে হবে।বিজেপির বুথ কর্মকর্তা সন্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাধব দাস,বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ,জেলার অপর সহ সভাপতি ও লড়াকু নেতা মানস ঘোষ সহ মহিলা নেতৃবৃন্দ।বিজেপির বুথ কর্মকর্তা সন্মেলনে প্রচুর মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত দেখা যায়।মহিলাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।