January 11, 2025

“রাজ্য স্কুল গেমসে দক্ষিণ দিনাজপুর জেলার সফল ছাত্র ছাত্রীদের জেলা স্কুল স্পোর্টস এন্ড গেমসের পক্ষ থেকে সম্বর্ধনা

1 min read

“রাজ্য স্কুল গেমসে দক্ষিণ দিনাজপুর জেলার সফল ছাত্র ছাত্রীদের জেলা স্কুল স্পোর্টস এন্ড গেমসের পক্ষ থেকে সম্বর্ধনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৫ জানুয়ারী:বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস উদ্যোগে যে সমস্ত ছাত্র ছাত্রীরা সাফল্যের মুখ দেখেছিল তাদের প্রত্যেককে দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল স্পোর্টস অ্যান্ড গেমসের পক্ষ থেকে জেলার পতিরাম মাঠে সকালে এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়।দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল গেমস্ অ্যান্ড স্পোর্টস এর সম্পাদক শ্রী ভজন কুমার দেব জানান – ” ১. অনুদিপা দাস অনূর্ধ্ব ১৭ তে রাজ্য বর্ষা নিক্ষেপে দ্বিতীয় এবং লৌহ গোলক নিক্ষেপে তৃতীয় স্থান অধিকার করেছে।

 

২. অর্পিতা সরকার রাজ্য বর্ষা নিক্ষেপে অনূর্ধ্ব ১৯ এ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে। ৩. শ্রীমন্তী চৌধুরী রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯তম বালিকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে। ৪. মিতালী মালি রাজ্য স্কুল গেমস্ ২০২৪ তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৭ বালিকা অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে।

এই সমস্ত প্রতিযোগিতা প্রতিযোগীরা বিভিন্ন বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করে সেই কারণে এদের আমরা সামান্য উপহার দিয়ে সম্মান জানানোর চেষ্টা করেছি। এছাড়াও এদের সঙ্গে কোচদের ভূমিকা ও যথেষ্ট সেই কারণে কোচ ভলিবল কিরণ মাহাতো এবং ম্যানেজার গোবিন্দ বিশ্বাস , ব্যাডমিন্টন কোচ প্রদীপ পাল মহাশয় এবং দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো এসোসিয়েশনের কোচ দিবাকর মন্ডল মহাশয়কেও আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত । “দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো এসোসিয়েশনের সম্পাদক শ্রী দিবাকর মন্ডল বলেন – “সেখানে আমাদের দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের ছাত্রী মিতালী মালিকে “রাজ্য স্কুল তাইকোন্ডো প্রতিযোগিতা ২০২৪-এ দক্ষিণ দিনাজপুর জেলার হয়ে স্বর্ণ পদক জয় লাভের জন্যে বিশেষ সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল এই রকমভাবে উৎসাহ পেলে আমাদের জেলার ছাত্রছাত্রীরা খেলাধুলার প্রতি উৎসাহিত হবে ফলে জেলায় সবরকম খেলাধুলার মান আরও উন্নত হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *