January 11, 2025

বাংলার হয়ে জাতীয় খো খো দলে খেলার সুযোগ পেল ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্র ছাত্রী

1 min read

বাংলার হয়ে জাতীয় খো খো দলে খেলার সুযোগ পেল ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্র ছাত্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্র ছাত্রী অনুর্ধ ১৪ বিভাগে বাংলা দলের হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যালয়ে খুশির বন্যা বইছে।

 

বুধবার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক তার বিদ্যালয়ে বিকেলে একটি সাংবাদিক সম্মেলন ডেকে বলেন আমি একমাত্র প্রধান শিক্ষক যে গর্ব করে বলতে পারে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে ডালিমগাও উচ্চ বিদ্যালয় একমাত্র বিদ্যালয় যে বিদ্যালয় থেকে পাঁচ পাঁচটি ছেলে মেয়ে একসাথে বাংলার হয়ে ঝাড়খন্ডের জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে।তার জন্য বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের তিনি অভিনন্দন জানান।এরা আমাদের কৃতি সন্তান।যারা প্রত্যেকেই দিনমজুরদের ঘর থেকে উঠে এসেছে।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুণ দাস বলেন আগামী ৩০ শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি রাচিতে এই জাতীয় স্তরের খো খো খেলা শুরু হবে।জাতীয় স্তরের খো খো খেলায় ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের যে পাঁচজন ছাত্র ও ছাত্রী নির্বাচিত হয়েছে তারা হল ছাত্রদের মধ্যে মধুসূদন রায়,রাজু দেবশর্মা,ধীরাজ বর্মন এবং ছাত্রীদের মধ্যে তামান্না হাসমিন ও চন্দনা রায়। জানা যায় এই পাঁচজন ছাত্র ছাত্রদের নির্বাচিত করা হয় ৬৭ তম রাজ্য খো খো খেলায় বিচারকদের বিচারে।আরো জানা যায় বাংলা খো খো দলের কোচের দায়িত্বভার ডালিমগাও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুণ দাস পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক তাকে অভিনন্দন জানান। জানা যায় আগামী ২৯ শে জানুয়ারি কোচ বরুণ দাস পাঁচ ছাত্র ছাত্রীদের নিয়ে সকালে রাধিকাপুর _হাওড়া কুলিক এক্সপ্রেসে হাওড়া গিয়ে রাতের ট্রেনে ঝাড়খন্ডের রাচির উদ্দেশ্যে রওনা দেবেন বলে বরুণ দাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *