তরঙ্গপুর বড়াল বালিকা বিদ্যালয় কালিয়াগঞ্জ জোনাল ইন্টার স্কুল এথেলেটিক্স জোন চ্যাম্পিয়ন
1 min readতরঙ্গপুর বড়াল বালিকা বিদ্যালয় কালিয়াগঞ্জ জোনাল ইন্টার স্কুল এথেলেটিক্স জোন চ্যাম্পিয়ন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ জানুয়ারি: গত বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ জোনাল স্কুল এথেলেটিক্স মিটে তরঙপুর বড়াল উচ্চ বালিকা বিদ্যালয় ১০২ পয়েন্টস পেয়ে জোনাল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বলে এক প্রেস মিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী সাংবাদিকদের জানান।
প্রধান শিক্ষিকা সোমা বাগচী আরো বলেন তার বিদ্যালয়ের ১৫ জন ছাত্রী জোনাল ইন্টার স্কুল মিটে অংশ গ্রহণ করে ২৯ টি পুরস্কার পেয়ে জোনাল চ্যাম্পিয়ন হয়।সেই জন্য তিনি বিদ্যালয়ের ছাত্রীদের অভিনন্দন জানান।তিনি বলেন তার ইচ্ছা বড়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা খেলাধুলার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করে বিদ্যালয়ের সাথে রাজ্যের মুখ উজ্বল করে প্রতিষ্ঠা অর্জন করুক।তিনি বলেন তার বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রীরা পড়াশোনা ও খেলা ধুলা করছে তারা অত্যন্ত দুঃস্থ পরিবারের থেকে আসা।এই বিদ্যালয় না থাকলে ওরা এই জায়গায় পৌঁছাতে পারতনা।তাই এই সব ঘরের মেয়েদের কি পড়াশোনা কি খেলাধুলার ক্ষেত্রে একটি জায়গায় পৌঁছানোর জন্য আমি তথা আমাদের বিদ্যালয়ের সবাই ওদের জন্য গর্বিত।