বড়াল উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যুতের বিল বাঁচাতে সৌর শক্তির ব্যাবহারে উদ্যোগী
1 min readবড়াল উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যুতের বিল বাঁচাতে সৌর শক্তির ব্যাবহারে উদ্যোগী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর বড়াল উচ্চ বালিকা বিদ্যালয় অভিনব উদ্যোগ নিয়ে সমস্ত বিদ্যালয়ে বিদ্যুতের পরিবর্তে সোলার প্রজেক্ট লাগু করে বিদ্যুৎকে গুডবাই জানিয়েছেন বলে জানালেন তরঙ্গপুর বড়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী।
প্রধান শিক্ষিকা সোমা দেবী বলেন সর্ব শিক্ষা মিশনের সহায়তায় তার বিদ্যালয় এই প্রজেক্ট চালু করতে পেরেছেন।তিনি বলেন ৩১ টি প্যানেল আমার বিদ্যালয়ে চলে।ফলে বিদ্যালয়ের সমস্ত বিদ্যুতের চাহিদা আমরা সোলার সিস্টেম থেকেই পেয়ে থাকি।ফলে বিদ্যুতের প্রচুর আর্থিক দিক আমাদের সাশ্রয় হচ্ছে। শুধু বিদ্যালয় নয় বিদ্যালয়ের হোস্টেলেও সোলার ব্যাবহার করা হয়।আমরা সোলার প্রজেক্ট পাবার জন্য একসম য় যে চেষ্টা করেছিলাম সে ব্যাপারে সাফল্য পেয়েছি বলে বড়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী জানান।