January 11, 2025

কালিয়াগঞ্জে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি

1 min read

কালিয়াগঞ্জে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি

পন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ জানুয়ারী:সামনেই মাধ্যমিক পরীক্ষা।সামনেই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সব থেকে জীবনের বড় পরীক্ষার সন্মুখীন হতে হবে যার মন মাধ্যমিক পরীক্ষা।এই পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২রা ফেব্রুয়ারি থেকে।এই শিক্ষা বর্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে এবার শহর ও গ্রাম মিলিয়ে মোট মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ২৭৮৪ জন ছাত্র ছাত্রী।যার মধ্যে ছাত্রের সংখ্যা ১১১৫জন এবং ছাত্রীদের সংখ্যা ১৬৬৯ জন।যেখানে দেখা যাচ্ছে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার ৫৫৪ জন বেশি বলে প্রশাসন সূত্রে জানা যায়।

কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় জানান এ বছর মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ শহরের ৪টি উচ্চ বিদ্যালয়ে এবং কালিয়াগঞ্জ ব্লকের গ্রামাঞ্চলের ৫টি বিদ্যালয় মোট ৯ টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় বলেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রেব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পৌর সভার পক্ষ থেকে মেডিক্যাল টিম মজুত থাকবে বলে জানান।সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় বলেন এছাড়াও সবসময়ের জন্য দুটি এম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে যেকোন দুর্ঘটনা এড়ানোর জন্য।মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ প্রশাসনিক স্তরের সমস্ত আধিকারিকদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *