জাতীয় স্তরে কিক বক্সিং চ্যাম্পিয়ন রায়গঞ্জের তানিয়া
1 min readজাতীয় স্তরে কিক বক্সিং চ্যাম্পিয়ন রায়গঞ্জের তানিয়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জানুয়ারি:জাতীয় স্তরে কিক বক্সিংয়ে রায়গঞ্জের মেয়ে তানিয়া ভট্টাচার্য চ্যাম্পিয়ন।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলন পাড়ার মেয়ে তানিয়া ভট্টাচার্যের কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ন হবার সাফল্যে সমগ্র উত্তর দিনাজপুর জেলায় খুশির বন্যা।জানা যায় গত ৬ ও ৭ই জানুয়ারি বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়াজাতীয় কিক বক্সিংয়ে আসর।সেখানে রায়গঞ্জের তানিয়া দুটি বিভাগে অংশ গ্রহণ করে একটিতে সোনা এবং অপরটি তে ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
তানিয়া এক সাক্ষাৎকারে বলে সে প্রথমে সেল্ফ ডিফেন্স থেকে এই ভি ধরনের খেলার অনুপ্রেরণা পায়।তারপরেই সেখান থেকে এত বড় একটি প্লাটফর্মে যাবার সুযোগ পাবে তা ধারনা করতে পারিনি।মা বনশ্রী ভট্টাচার্য বলেন মেয়ের সাফল্যে আমরা সবাই প্রচন্ড খুশি।আমরা চাই তানিয়া আরো অনেক দূরে পৌঁছাক।তানিয়ার কিক বক্সিং এর শিক্ষক মনোজ কুমার রায় বলেন তানিয়ার মধ্যে শেখার আগ্রহ প্রবল তাই তানিয়া আরো অনেক দূরে পৌঁছাবে বলেই আমার বিশ্বাস একাধিক রাজ্যের প্রতিনিধিরা এই জাতীয় কিক বক্সিংয়ের আসরে অংশ গ্রহণ করলেও পশ্চিমবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তানিয়া ভট্টাচার্য্য চ্যাম্পিয়ন হয়।