পৌষ সংক্রান্তি উপলক্ষে রানী সতী মন্দিরের উদ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষদের মধ্যে প্রসাদ
1 min readপৌষ সংক্রান্তি উপলক্ষে রানী সতী মন্দিরের উদ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষদের মধ্যে প্রসাদ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জানুয়ারি,:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মারোয়ারি পট্টিতে অবস্থিত রানী সতী মন্দিরের উদ্যোগে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে সকাল থেকে হাজার হাজার ভক্তদের মধ্যে পেটপুরে খিচুড়ি প্রসাদ বিলি করা হয়।
প্রতিবছরের মত এবারেও সকাল থেকে মকর সংক্রান্তি উৎসবে সব সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সুরেশ সারাফ,রঞ্জন জাজোদিয়া, রাজু কুমার মুন্দ্র ,পবন মোড়, কালু মন্ত্রী, পুরুষত্বম পোদ্দার,পিন্টু মোদক, রাজু বটিকা এবং মনোজ রায়।