হাড় কাপানো শীতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে রাতে মন্দিরের পাশে আগুনের উত্তাপ পেতে ব্যাস্ত
1 min readহাড় কাপানো শীতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে রাতে মন্দিরের পাশে আগুনের উত্তাপ পেতে ব্যাস্ত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জানুয়ারি:শ্রদ্বেয় প্রয়াত প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা একটি গান গেয়ে সবার হৃদয় জয় করেছিল” হাড় কাপানো শীতের কামড় পৌষ মাসে রয়,মাঘের শীতে বাঘ পালায় বিয়ার কথা নয়” এই গান সারা জীবন থাকবে যতদিন পৃথিবী আছে।উত্তর দিনাজপুর জেলায় এবার সেই গানের কথা অক্ষরে অক্ষরে পালন হতে চলেছে
।ডিসেম্বর মাস থেকে শীতের প্রভাব পরলেও জানুয়ারি মাসে এবার সত্যি সত্যিই হার কাপানো শীত পড়েছে যা এর আগের বছরে এতটা প্রবল আকারে দেখা যায়নি।তাই আট থেকে আশি সবারই এক কথা শীত এবার সবাইকেই কাবু করেছে।তাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সহ সর্বত্র শীত যেন জাকিয়ে বসেছে।সোমবার সন্ধ্যায় দেখা গেল কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টির রানী সতী মন্দিরের পাশে প্রচন্ড শীতে আগুন জ্বালিয়ে আগুনের উত্তাপ নিয়ে কিছুটা উষ্ণতার ছোঁয়া পাবার জন্য কে কোথায় বসবে সেটা নিয়ে সবাই ব্যাস্ত।