হেলথ হোমের উদ্যোগে পথ পরিক্রমায় রাজ্য হেলথ হোমের জন্য আর্থিক অনুদান বৃদ্ধির দাবি
1 min readহেলথ হোমের উদ্যোগে পথ পরিক্রমায় রাজ্য হেলথ হোমের জন্য আর্থিক অনুদান বৃদ্ধির দাবি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জানুয়ারি:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ হেলথ হোমের আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পথ পরিক্রমা করা হয়।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় হেলথ হোমের পতাকা উত্তোলনের পর ছাত্র ছাত্রীদের এক বিশাল মিছিল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে মিছিলটি বিবে কানন্দ মোড় হয়ে ডাক বাংলা রোড হয়ে মিছিলটি আবার স্টুডেন্ট হেলথ হোমের অফিসে গিয়ে শেষ হয়।
হেলথ হোমের এই পদ যাত্রায় পা মেলান কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা কালিয়া গঞ্জ কলেজের অধ্যাপক পবিত্র বর্মন,পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা,বিশিষ্ট সমাজ সেবী রাজীব সাহা,কালিয়াগঞ্জ আঞ্চলিক স্টুডেন্ট হেলথ হোমের সভাপতি প্রবীর সাহা মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষিকারা।স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক রঞ্জন মোদক বলেন প্রত্যেকের মুখে একই দাবি ছিল স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য সরকারের বার্ষিক অনুদান দুই কোটি টাকা করা হোক।কেননা রাজ্য সরকার বর্তমানে স্টুডেন্ট হেলথ হোম কে যে অর্থ বার্ষিক অনুদান হিসেবে দেয় তার পরিমাণ খুবই কম।কারন স্টুডেন্ট হেলথ হোমের অল্প পয়সায় অনেক ছাত্র ছাত্রীদের জীবন ফিরে পায়।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন তিনি এ ব্যাপারে চেষ্টা করবেন বলে জানান।