স্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষে অখিল ভুবন বিদ্যার্থী সংস্থার পক্ষ থেকে দুস্থদের শীত বস্ত্র প্রদান
1 min readস্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষে অখিল ভুবন বিদ্যার্থী সংস্থার পক্ষ থেকে দুস্থদের শীত বস্ত্র প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জানুয়ারি: শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৫১ তম জন্ম দিন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বোগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের উদ্যোগে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ড: বৃন্দাবন ঘোষ, ড: চন্দন জ্যোতি রায়।
অনুষ্ঠানে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক অ্যাডভোকেট অরিন্দম প্রামাণিক বলেন স্বামীজির পথ ও মতাদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।তার দেখানো পথে আমাদের আগামী দিনের প্রজন্মদের তৈরি করতে হবে আমাদেরকেই।সেই কারনেই আজ কচিকাঁচাদের উৎসাহ যোগাতেই আমাদের অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানটি সঙ্গীত,নৃত্য,কবিতা পাঠের মাধ্যমে সুন্দর হয়ে ওঠে।এই অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল ৫০জন হত দরিদ্র পরিবারের মানুষজনের হতে শীত বস্ত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ড:বৃন্দাবন ঘোষ।