উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জয়পুর ফুট সহায়তায় বিশেষ চাহিদা সমন্ন ব্যাক্তিদের মধ্যে কৃত্তিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান
1 min readউত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জয়পুর ফুট সহায়তায় বিশেষ চাহিদা সমন্ন ব্যাক্তিদের মধ্যে কৃত্তিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির (জয়পুর) এর সহযোগিতায় জয়পুর ফুট কাম্প বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের মধ্যে বিনামুল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার ক্রাচ,হিয়ারিং এইডস,ওয়াকার ও ট্র্যাই সাইকেল বিতরণ শিবির অনুষ্ঠিত হবে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক সুরেন্দ্র কুমার মিনা।তিনি বলেন এই শিবির উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন দিনে কয়েকদিন ধরে চলবে।
যেমন আগামী, ১৬ই জানুয়ারি থেকে ১৯ সে জানুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে কর্ণজোরা হাইস্কুল রায়গঞ্জ।২১ সে জানুয়ারি থেকে ২৪ সে জানুয়ারি এই শিবির চলবে আই টি আই কালিয়াগঞ্জে। ২৭থেকে ২৯ সে জানুয়ারি এই শিবির চলবে করণদীঘি মডেল স্কুল।৩১ সে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে জৈন গাও জুনিয়র হাই স্কুল গোয়ালপুখুর_(১)এবং ৫ই ফেব্রুয়ারি থেকে ৯ ই ফেব্রুয়ারি ২০২৪ এই শিবির চলবে উর্দু একাডেমী ইসলামপুর।জেলা সাশক সুরেন্দ্র কুমার মিনা বলেন এই কাম্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার ছয় হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপকৃত হতে পারবে বলে তিনি মনে করেন।তিনি বলেন সম্ভবত এই জেলায় দীর্ঘ ২৫ দিন ধরে এত বড় শিবির এর আগে কোন দিন হয়নি শুধু তাই নয় ভারতে এতবড় শিবির এই প্রথম বলে তিনি জানান।রাজ্যের মাননীয়া মুখ্মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় হতে চলেছে বলে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান।
Please let me know if you’re looking for a author for
your site. You have some really great articles and I feel I
would be a good asset. If you ever want to take some of the load off,
I’d really like to write some content for your blog in exchange for a link back to mine.
Please shoot me an email if interested. Thanks!