প্রদীপ প্রজ্বলন ও বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী কালিয়াগঞ্জ পৌর উৎসবের সূচনা হল
1 min readপ্রদীপ প্রজ্বলন ও বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী কালিয়াগঞ্জ পৌর উৎসবের সূচনা হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ জানুয়ারি:শুক্রবার বিকেল বেলায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার পাঁচদিন ব্যাপী পৌর উৎসবের সূচনা হল প্রদীপ প্রজ্বলন ও বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজ,কালিয়াগঞ্জ ও কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন।পাঁচদিন ব্যাপী পৌর উৎসবে যেমন থাকবে কালিয়াগঞ্জ শহরের স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান,তেমনি কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের কণ্ঠে সঙ্গীতের অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জ বাসীকে বলেন যেহেতু কালিয়াগঞ্জ শহর একটি সাংস্কৃতিক শহর, তাই কালিয়া গঞ্জে আর একটি সংস্কৃতিক মঞ্চ গড়ে তোলার খুবই প্রয়োজন।তাই নূতন বছরে কালিয়াগঞ্জ শহরে নূতন আর একটি উন্নতমানের মঞ্চ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বক্তব্য রাখেন স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজ এবং কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়।বর্ণাঢ্য শোভা যাত্রাটি ডাক বাংলো রোড হয়ে বস্তাপট্টি হয়ে মহেন্দ্রগঞ্জ বাজার হয়ে হাসপাতাল রোড হয়ে পুনরায় শোভাযাত্রাটি পৌর সভায় গিয়ে সমাপ্ত হয়।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,প্রাক্তন পৌর প্রশাসক সচিন সিংহ রায়,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা, ডা গৌতম মজুমদার,জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য,রাম দেব সাহানী সহ অনেকেই।শোভা যাত্রায় বিবিন বিদ্যালয়ের
ছাত্র ছাত্রীরা যেমন অংশ গ্রহণ করে তেমনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি নিয়ে সুসজ্জিত ট্যাবলো,এবং বেশ কিছু বাইকের রালি।মশাল জ্বালিয়ে বর্ণাঢ্য শোভযাত্রায় বের হওয়াই শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।