January 11, 2025

ভাইপো থেকে দাদু হলেও মুখ্যমন্ত্রী হতে পারবেনা _সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপি

1 min read

ভাইপো থেকে দাদু হলেও মুখ্যমন্ত্রী হতে পারবেনা _সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপি

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,২ রা জানুয়ারি:রাজ্যের খমতা দখল নিয়ে পিসি ভাইপোর বিবাদ আজ সবাই জানে।ভাইপো থেকে দাদু হয়ে গেলেও ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেনা বুঝে যাওয়ায় পিসি ভাইপোর মধ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল। এরা নিজেরাই এই সরকার ভাঙবে।

 

আমাদের কষ্ট করতে হবেনা।বুধবার বেলা এক টায় কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে জেলা সাশকের দপ্তরে ডেপুটেশন দেবার আগে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই কথা গুলি বলেন।সারা রাজ্যে দুর্নীতির পাহাড় হয়ছে।রাজ্য সরকারের যেকোন দপ্তরে হাত দিলেই আপনি দুর্নীতি খুজে পাবেন।উত্তর দিনাজপুর জেলায় জেলা শাসকের বিভিন্ন দপ্তরে ব্যাপক দুর্নীতি যেগুলো হয়ছে আজ পর্যন্ত সেই সবের কোন তদন্ত হয়নি।তিনি বলেন আর বেশিদিন এই তৃণমূল নামক দলটি এই রাজ্যে থাকছেনা।দলের তৃণমূলের সাংসদরা বলছে এসব আর কয়েকমাস গেলেই এই দল ছাগলের তিন নম্বর বাচ্চায় পরিণত হয়ে যাবে।আপনারা জানেন কি জেলার জেলা শাসক দিদির কথা ছাড়া কারো কোন কথা শোনেন না।সামনেই আমাদের কথা নয় বলে বিজেপির রাজ্য সভাপতি বলেন।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন এই দলটি শুধু চাকরি চুরীই করেনি উত্তর দিনাজপুর জেলার সভাধিপতির চাকরি নেবার জন্য সভাধিপতি জাল তফসিলি সার্টিফিকেটে চাকরি পেয়েছে।এর কোন উত্তর কেও দিতে পারেনা।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ জেলার সমস্ত নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *