সায়নী গোল্ড কাপে চ্যাম্পিয়ন নন্দঝার
1 min readসায়নী গোল্ড কাপে চ্যাম্পিয়ন নন্দঝার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১ জানুয়ারী: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে আয়োজিত সায়নী গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল ইসলামপুরের নন্দঝার ছাত্রী সমাজ।রবিবার ফাইনালে নন্দ ঝাড় ছাত্রী সমাজ ৩_১ গোলে হারালো হাতিয়া উচ্চ বিদ্যালয়ের মহিলা দলকে।
নন্দঝারের পক্ষে দুটি গোল করে রূপালী বিশ্বাস এবং নেহা বারই।অন্য দিকে হাতিয়ার পক্ষে প্রীতিকা বর্মন একটি গোল করে বলে জনা যায়। খবর নিয়ে জানা যায় লীগ কাম নক আউট টুর্নামেন্টে উত্তর দিনাজপুর জেলার মোট ১৩ টি ফুটবল দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি,সায়নী গোল্ড কাপ টুর্নামেন্টের কর্মকর্তা অজয় রায়,সুজিত পাল,মিহির দাস এবং সায়নী গোল্ড কাপেরে পক্ষে সায়নী দাস এবং পপি দাস।ফাইনাল খেলাকে ঘিরে প্রচুর মানুষের ভীর হয়।