অমৃত ভারত প্রকল্পে কালিয়াগঞ্জ রেল স্টেশনে জোর কদমে চলছে দ্বিতীয় অত্যাধুনিক ওভার ব্রিজের কাজ
1 min readঅমৃত ভারত প্রকল্পে কালিয়াগঞ্জ রেল স্টেশনে জোর কদমে চলছে দ্বিতীয় অত্যাধুনিক ওভার ব্রিজের কাজ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ_১ জানুয়ারি ডিসেম্বর:অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ দ্রুততার সাথে চলছে।বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সাথে কালিয়াগঞ্জ রেল স্টেশনের পূর্ব প্রান্তে নির্মাণ হতে চলেছে দ্বিতীয় উন্নতমানের অত্যাধুনিক ওভার ব্রিজের কাজ।
কালিয়াগঞ্জ রেল স্টেশনে প্রায় দুই মাস ধরে স্টেশন উন্নয়নের কাজ চলায় কালিয়াগঞ্জ শহরের মানুষ খুশি।তাদের বক্তব্য দীর্ঘদিন পরে উত্তর দিনাজপুর জেলার অবহেলিত কালিয়াগঞ্জ রেল স্টেশনের দিকে রেল দপ্তরের দৃষ্টি পড়ায় তারা ভীষন খুশি।কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামগ্রিক উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে।তিনি বলেন স্টেশনের পূর্বদিকের দ্বিতীয় বৃহত্তম ওভারব্রীজ নির্মাণের কাজ দিন রাত চলছে। কালিয়াগঞ্জ শহর বিজেপি মণ্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনটি ১৮৮৭ সালের মিটার গেজ রেল স্টেশন হিসাবে চালু হয়।এক সময় কালিয়াগঞ্জ রেল স্টেশন দিয়ে কটিহার থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের পার্বতীপুর স্টেশনে যাওয়া যেত।বর্তমানে দুই দেশের মধ্যে মাল ট্রেন যাতায়াত করলেও প্যাসেঞ্জার ট্রেন চলাচল এখন বন্ধ আছে।