জেলার কুলীক ও ধামজা ফরেস্টে পিকনিক নিষিদ্ধ হওয়ায় রাধিকাপুরে বছরের প্রথম দিন পিকনিকের ব্যাপক ভিড়
1 min readজেলার কুলীক ও ধামজা ফরেস্টে পিকনিক নিষিদ্ধ হওয়ায় রাধিকাপুরে বছরের প্রথম দিন পিকনিকের ব্যাপক ভিড়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ জানুয়ারি, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কূলিক পিকনিক স্পট ও কালিয়াগঞ্জের ধাম জা ফরেস্টে।সরকারি ভাবে পিকনিক বন্ধ করে দেবার কারনে সমস্ত চাপ এবার পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের টাঙ্গন নদীর ধারে একটি পিকনিক স্পটে।গতকাল রবিবার এবং আজ সোমবার শুধু কালিয়াগঞ্জ নয় রায়গঞ্জের বহু স্থান থেকে রাধিকাপুরে পিকনিক করতে আসায় বছরের প্রথম দিন ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর গ্রাম যেন শহরকে ও আজ হার মানায়।
ঝাঁকে ঝাঁকে পিকনিক প্রেমী আট থেকে আশি বছরের মানুষ রাধিকাপুরে এসে পিক নিকের আনন্দে মেতে উঠেছে।হেমতাবাদ এলাকার ঠাকুরবাড়ি বিজন রায় (৬৭) এক সাক্ষাৎকারে বলেন বছরের একটা দিন সবার সাথে আড্ডা দিতে সবার মত আমারও ভালো লাগে।এমন দিন যেন প্রতিবার আসে সবার কাছে।ঠান্ডার মধ্যে এলেও আনন্দের কারনেই ঠান্ডার কথা ভুলে যাই।রায়গঞ্জ থেকে অনিমা চ্যাটার্জি এক প্রশ্নের উত্তরে বলেন উত্তর দিনাজপুর জেলায় দেখার মত কিছুই নেই।তাই বাড়ির ছেলে মেয়েদের সাথে আনন্দ উপভোগ করবার জায়গা ছিল কুলিক পক্ষী নিবাস।সেটাও বন্ধ করে দিয়েছে বন দপ্তরের বাবুরা।তাই চলে এসেছি ভারত_ বাংলাদেশ সীমান্তের গা ঘেঁষা রাধিকা পুরে।খুব আনন্দ করছি সবাই মিলে বছরের প্রথম দিন।রাধিকাপুরের এক মিষ্টির দোকানদার অনিমেষ বর্মন এক সাক্ষাৎকারে বলেন এই রকম পিকনিক প্রতিদিন থাকুক।কারন রাধিকাপুরের ব্যাবসা তেমন কিছুই নেই।তাই রাধিকাপুরে ভালো একটি পর্যটন কেন্দ্র করা হলে এখনকার ব্যাবসায়ীরা প্রচন্ডভাবে উপকৃত হতে পারবে।আমরা চাই রাধিকা পুরে প্রতিদিন গতকাল ও আজকের মত মানুষ আসুক।আর আমারও যেন ব্যাবসা করে পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাতে পারি।জানা যায় শুধুমাত্র রাধিকাপুরের পিকনিক স্পটে ৩৬ টি পিকনিকের দল পিকনিক করতে আসে।