কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শঙ্কর গুপ্তা:– উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জ প্রেস
ক্লাবের উদ্দ্যেগে একটি মনোঙ্গ সাংস্কৃতিক
সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্টানের
উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের এই
মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান এই এলাকার সঙ্গীত
শিল্পীদের উৎসাহিত করবে।
জেলার কালিয়াগঞ্জ প্রেস
ক্লাবের উদ্দ্যেগে একটি মনোঙ্গ সাংস্কৃতিক
সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্টানের
উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের এই
মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান এই এলাকার সঙ্গীত
শিল্পীদের উৎসাহিত করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রেস
ক্লাবের উদ্দ্যেগে এই ধরনের অনুষ্টান
কে তিনি অভিনন্দন জানান। অনুষ্টানে
বিশিষ্ট শিশু শিল্পী সোহম
লাহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যেমে সাংস্কৃতিক সন্ধ্যার সুচনা হয়।
সোহম লাহার উদ্বোধনী সবাই
কে মুদ্ধ করে ।
ক্লাবের উদ্দ্যেগে এই ধরনের অনুষ্টান
কে তিনি অভিনন্দন জানান। অনুষ্টানে
বিশিষ্ট শিশু শিল্পী সোহম
লাহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যেমে সাংস্কৃতিক সন্ধ্যার সুচনা হয়।
সোহম লাহার উদ্বোধনী সবাই
কে মুদ্ধ করে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্টানে
পল্লবী সাহা হেম্মী রায়,শুভজিৎ সাহার সঙ্গীত
উপস্থিতির সঙ্গীত প্রেমীদের মন্ত্র
মুদ্ধ করে।সঙ্গীত
শিল্পী শুভাষী চক্রবর্তীর অসাধারন নৃত্য ও সঙ্গীত
সবাইকে অবাক করে দেয় ।
পল্লবী সাহা হেম্মী রায়,শুভজিৎ সাহার সঙ্গীত
উপস্থিতির সঙ্গীত প্রেমীদের মন্ত্র
মুদ্ধ করে।সঙ্গীত
শিল্পী শুভাষী চক্রবর্তীর অসাধারন নৃত্য ও সঙ্গীত
সবাইকে অবাক করে দেয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্টনে প্রদিপ
রায় এর কবিতা সকলকে
মুদ্ধ করে। এছাড়া
বাউল শিল্পি মন্টু পোদ্দারের
কন্ঠে বাউল সঙ্গীত সন্ধায়
আলাদা মাত্রা পায়।তার সাথে অসাধারন তবলা সঙ্গতে ছিল
বিশিষ্ট তবলা বাদক লিটন রায় । অনুষ্টানের শেষ
শিল্পী তথা আকাশবানীর গীতিকার
তপন চক্রবতী তার কথা ও
সুরে দুটি গান পরিবেশক
করেন। সাংস্কৃতিক
সন্ধ্যায় সভাপতির আসন অলঙ্কিত করেন
প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিব ঝা। এছাড়া
অনুষ্টানে উপস্থিত ছিলেন উৎপল সেন,প্রেস ক্লাবের সম্পাদক
সুচন্দন কর্মকার, রাধিকারঞ্জন দেবভূতি,তন্ময় চক্রবতী,অনুপ
জয়সোয়াল, পিয়া গুপ্তা প্রবীন
সাহা,সাজন শর্মা, শঙ্কর
গুপ্তা ভাস্কর রায়,সত্যেন
মহন্ত ।
রায় এর কবিতা সকলকে
মুদ্ধ করে। এছাড়া
বাউল শিল্পি মন্টু পোদ্দারের
কন্ঠে বাউল সঙ্গীত সন্ধায়
আলাদা মাত্রা পায়।তার সাথে অসাধারন তবলা সঙ্গতে ছিল
বিশিষ্ট তবলা বাদক লিটন রায় । অনুষ্টানের শেষ
শিল্পী তথা আকাশবানীর গীতিকার
তপন চক্রবতী তার কথা ও
সুরে দুটি গান পরিবেশক
করেন। সাংস্কৃতিক
সন্ধ্যায় সভাপতির আসন অলঙ্কিত করেন
প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিব ঝা। এছাড়া
অনুষ্টানে উপস্থিত ছিলেন উৎপল সেন,প্রেস ক্লাবের সম্পাদক
সুচন্দন কর্মকার, রাধিকারঞ্জন দেবভূতি,তন্ময় চক্রবতী,অনুপ
জয়সোয়াল, পিয়া গুপ্তা প্রবীন
সাহা,সাজন শর্মা, শঙ্কর
গুপ্তা ভাস্কর রায়,সত্যেন
মহন্ত ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});