October 27, 2024

বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার গ্রেপ্তার হবার পর গ্রেফতার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা লগিন দাস দক্ষিণ দিনাজপুরে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)16ই জুলাই :-দক্ষিণ দিনাজপুর জেলা আজ খবরের শিরোনামে l পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেপ্তারির খবরে পুরো জেলা জুড়ে আলোড়ন l বিজেপি  জেলা সভাপতি শুভেন্দু সরকার গ্রেপ্তার হবার  পর গ্রেফতার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন  প্রধান তথা তৃণমূল নেতা লগিন দাস বলে খবর । সোমবার রাতে তাকে বালুরঘাটের পতিরাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ (as source)। যদিও তৃণমূল নেতার গ্রেফতারের ঘটনায় বা বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের গ্রেপ্তারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো পুলিশি প্রতিক্রিয়া মেলে  নি l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লগিন দাসের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে বালুরঘাট থানায়। কিছু দিন আগে নিষিদ্ধ কফ সিরাফ পাচার চক্রেও তার নাম জড়ায়। অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে।  লগিন দাস দীর্ঘদিন ধরে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন। প্রথমে কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন তিনি। এবারও তিনি তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন । তবে তিনি পরাজিত হন। পুরনো মামলায় লগিনের ডাক পরে থানায়। এর পরই বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয় সে। দীর্ঘ দিন ধরেই বাড়ি ছাড়া লগিন দাস। পুলিশের পক্ষ থেকে দুই বাড়ি তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। অবশেষে এদিন গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাটের পতিরাম এলাকা থেকে লগিন দাসকে গ্রেফতার করে পুলিশ(as learnt)।লগিন দাসের গ্রেপ্তারের ঘটনায় জেলা জুড়ে খুশির হওয়া l প্রশাসন যে কতটা  নিরপেক্ষ ও জনগণের জন্য কর্ম তৎপর তা এই গ্রেপ্তারই বলে দেয় অকপটে l কথায় না কাজের প্রতি দায়বদ্ধতা ও সমাজকে অপরাধ থেকে মুক্ত রাখতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই ভূমিকায় জেলা বাসি আনন্দিত l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

       প্রসঙ্গত কে এই লগিন দাস ?এক কোথায় পুলিশের খাতায় এক দাগি আসামি l জেলা জুড়ে প্রায় দীর্ঘ দুই দশক ধরে একচ্ছত্র আধিপত্য l না কোনো আইন না কোনো প্রশাসন তার টিকির নাগাল পায়নি l মূলত বাম আমলের রাজনৈতিক নেতাদের সাথে বোঝাপড়া তাকে বালুরঘাটের বেতাজ বাদশা বানিয়েছিলো l যদিও রাজনৈতিক দল কংগ্রেস করতেন l  বাম আমল যেতে না যেতেই তৃণমূল শিবিরে নাম লেখান l কিন্তু বাংলার দৃঢ়চেতা মুখ্যমন্ত্রী এমন দাগি কাওকেই রেয়াত করেন নি l সে আরাবুল ইসলাম ই হোক বা অন্য কেও l  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

      লগিন দাসের অপরাধের  তালিকা পড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ l কি অভিযোগ নেই তার বিরুদ্ধে l নয় খানা কেস তার বিরুদ্ধে চলছে l 
1)329/97 তাং-27/8/97–under section-341/326/307.
2)42/98 তাং-5/2/98–under section-399/42IPC Read with sec-4,5,6 ES ACT
3)190/99 তাং-2/6/99  Under section-147/148/149 r/w-sec25/27 arms act
4)385/01 তাং-8/12/01  u/s-302/34 ipc
5)121/14 তাং-27/2/14  u/s-326/307/34 r/w sec 25(1)(a)/27 arms act.
6)194/18 তাং-9/6/18  u/s-21/22 of NDPS ACT-1985
7)196/18 তাং-12/6/18  U/S-21/22/25 OF NDPS ACT
8)251/01 DATED 23/7/01 u/s-326/307. R/w sec 9(b)E.S.ACT, 302.
9).318/17 U/S- 120B IPC R/W SEC 4D OF WBLR
মূলত 2001 সালে  বাসে বোম্ব ব্লাস্ট এর ঘটনায় কোর্ট পুনরায় তদন্ত করে দোষীদের 2018 সালের  জুলাই মাসের মধ্যে কোর্টে হাজিরের নির্দেশ দেন ,সেই বোমা গাড়ির ব্লাস্ট এর ঘটনায় কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক জন শিক্ষক মারাও গিয়েছিলেন এবং কম বেশি ওই বালুরঘাট সাফানগর রুটের গাড়িটির প্রায় সব যাত্রী কমবেশি আহত হয়েছিলেন l এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী land grabbing অর্থাৎ অবৈধ উপায়ে জমি দখল বা জমির চরিত্র বদলের বিষয়ে ভীষণ কঠোর মনোভাব নেয়াতে লগিন দাস কে জেলে যেতে হলো বলে ভাবছেন জেলা বাসি l তার বিরুদ্ধে খুন ,অবৈধ আগ্নেয়াস্ত্র ,নিষিদ্ধ  ড্রাগস চোরা কারবার ,অবৈধ উপায়ে জমি দখল ও জমির চরিত্র বদলের মতো একাধিক মামলা রয়েছে l এছাড়াও টেন্ডার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে তৎপর হয়েছে প্রশাসন l অভিযোগ জেলা পরিষদ বা অন্য কোথাও টেন্ডার হলে মাস্তানির জোরে তিনি কাওকেই অংশ গ্রহণের সুযোগ দিতেন না lএদিকে ঘটনা জানাজানি হতেই কুমারগঞ্জ জুড়ে খুশির আবহ l কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বালুরঘাটের বেশির ভাগ শিক্ষক বালুরঘাট সাফানগর গামী একটি বেসরকারি গাড়ি করে আসছিলেন l পথি  মধ্যে সার্কিট হাউসের সামনে গাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়ে কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিশ্বরঞ্জন বেরা নাম এক শিক্ষক ঘটনাস্থলেই মারাযান,এছাড়াও বেশ কয়েকজন শিক্ষক ,ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রী গুরুতরো আহত হয়েছিলেন l তাই এলাকার শিক্ষক হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার  হয়েছে শুনে আট থেকে আশি সকলেই খুশি l এছাড়াও গত কয়েকমাস হলো বালুরঘাট শহর জুড়ে সাধারণ মানুষ ও পরিবেশ সচেতন সংগঠন গুলি বালুরঘাটের জলাভূমি অবৈধ ভাবে জবরদখল হয়ে প্রোমোটিং হয়ে পরিবেশের ভারসাম্য নষ্টের প্রতিবাদে সোচ্চার হয়েছিল l সেই আঁচও লাগলো লগিন বাবুর গায়ে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *