December 5, 2024

প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের উদ্বোধন

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা  16 ই জুলাই’2018: ওড়িয়েন  এডুটেক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে আজ কসবা দক্ষিণ কলকাতা পি.সি. এর জন্য প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের উদ্বোধন করা হয়েছিল , উক্ত অনুষ্ঠানে চাঁদের হাটের উপস্থিতি লক্ষ্য করা যায় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীশ্রী সাধন পান্ডে ( ক্রেতা সুরক্ষা বিষয়ক ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর)Govt. of W.B. , শ্রীযুক্ত  নিতিন আগরওয়াল (পরিচালক অপারেশন) , শ্রীযুক্ত স্বর্ণঞ্জিত মুখোপাধ্যায় (ক্লাস্টার ম্যানেজার), শ্রীযুক্ত প্রীতম মুখোপাধ্যায় (জিএম প্লেসমেন্ট), শ্রীযুক্ত সোমনাথ রায়চৌধুরী (আঞ্চলিক ব্যবস্থাপক) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের । প্রায় 500 জন উৎসাহী শিক্ষার্থী  অনুষ্ঠানে এসেছিল এবং  তাদের চোখে একটাই স্বপ্ন কোর্স শেষে  “কর্মসংস্থান” । প্রস্তাবিত কোর্সগুলি হল: 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1. General Duty Assistant,
2. Medical Sales Representative,
3. Pharmacy Assistant, 
4. Dealership Tele caller Sales Executive,   
5. LED Light Repair Technician,  
6. Showroom Hostess-Customer Relationship Executive.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *