বাহিনের দক্ষিণ সোহরায় বর্মন পাড়ার দুগা মন্দিরের নির্মাণ কার্যে পঞ্চাশ হাজার টাকা দান করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী
1 min readবাহিনের দক্ষিণ সোহরায় বর্মন পাড়ার দুগা মন্দিরের নির্মাণ কার্যে পঞ্চাশ হাজার টাকা দান করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯ ডিসেম্বর: আমি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের গ্রামে এসে।আমি যা বলে ছিলাম আপনারা অক্ষরে অক্ষরে পালন করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন।তাই আমারও আপনাদের বুঝিয়ে দেবার সময় হয়েছে।আমি আগেও কথা দিয়েছিলাম আজকেও কথা দিচ্ছি আপনাদের গ্রামের উন্নয়নের দায়িত্ব আমার হাতে ছেড়ে দিন।আপনারা আমাদের উপর যেমন আস্থা ও বিশ্বাস রেখেছেন তাই আমাদেরও অনেক দায়িত্ব বেড়ে গেছে।
বাহিন গ্রাম পঞ্চয়েতের দক্ষিণ সোহরাই বর্মন পাড়ার এলাকা থেকে তৃণমূলের পঞ্চায়েতের প্রথিকে জয়ী করেছিলেন।আপনাদের এই এলাকার উন্নয়নের দায় দায়িত্ব আমি যেমন নিয়েছি তাই এক এক করে সব সমস্যার সমাধান করবো আমি।আমি মন্দিরের উন্নতি কল্পে সাহায্য দেব বলেছিলাম।তাই আজ সেই প্রতিশ্রুতি মত আজ পঞ্চাশ হাজার টাকা দিলাম মন্দির নির্মাণের জন্য।আপনাদের এলাকার জন্য কি কি প্রয়োজন আমি ইতিমধ্যেই সেই সার্ভের কাজ শেষ করেছি।তম ছাড়াও আপনাদের কোন সাজেশন যদি থাকে আমাকে দিলে পরে প্রয়োজন মত সেই সমস্যার সমাধানও আমি এবং আমার দল অবশ্যই করবে বলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন।