January 10, 2025

অবশেষে কালিয়াগঞ্জ শহরের বেহাল দুই গুরুত্বপূর্ণ রাস্তার ডাকা হল টেন্ডার, বায় হবে এক কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার,সাধারন মানুষ দ্রুত ভালো রাস্তার অপেক্ষায়

1 min read

অবশেষে কালিয়াগঞ্জ শহরের বেহাল দুই গুরুত্বপূর্ণ রাস্তার ডাকা হল টেন্ডার, বায় হবে এক কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার,সাধারন মানুষ দ্রুত ভালো রাস্তার অপেক্ষায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ ডিসেম্বর:অবশেষে দীর্ঘদিন পরে কালিয়াগঞ্জ শহরের দুই গুরুত্বপূর্ন বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হতে চলেছে খবরের জেরে পৌর শহর কালিয়াগঞ্জের নাগরিকদের মনে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে বলে জানা যায়।সোমবার কালিয়াগঞ্জ পৌর সভায় গিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে শহরের বেহাল রাস্তার কাজ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের জন্য খুশির খবর আপনাদের মাধ্যমে আজ দেব।

 

যে খবর পাবার পর শহরের নাগরিকগণ অনেকটাই খুশি হবেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌর শহরে ড্রেন তৈরির জন্য যে দুটি বেহাল রাস্তার জন্য শহরের নাগরিকরা ভীষন অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে আর খুব একটা বেশিদিন কষ্ট ভোগ করতে হবেনা।কারন কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ের পি এন কুণ্ডুর বাড়ী থেকে হাসাপাতাল রোড হয়ে বাঁশ তলা মোড় পর্যন্ত এবং ডাক বাংলো রোড এই দুটির জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।তিনি বলেন বিবেকানন্দ মোড় পি এন কুণ্ডুর বাড়ী থেকে শিমুল তলা যে বেহাল রাস্তাটি আছে তার জন্য ব্যয় করা হবে ৭৭ লক্ষ ২২ হাজার টাকা এবং ডাক বাংলো রোডের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৬ লক্ষ ১৪ হাজার টাকা। ডাক বাংলো রোডের ড্রেনের কাজ শেষ হবার সাথে সাথেই আমি রাস্তার কাজে হাত দেবার ব্যাবস্থা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।আর বিবেকানন্দ মোড়ের পি এন কুণ্ডুর বাড়ী থেকে হাসপাতাল মোর হয়ে বাঁশতলা পর্যন্ত যে রাস্তার ডাকা হয়েছে তার সামান্য কিছু ড্রেনের কাজ বাকি আছে যা ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে।

 

কাজও খুব শীগ্রই শুরুর দিকে এগোচ্ছে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন এই রাস্তাটি যে কত গুরুত্বপূর্ন সেটা সবাই জানে। যে রাস্তায় দুই তিনটা উচ্চ বিদ্যালয়,হাসপাতাল,বিডিও অফিস,সব গুরুত্বপূর্ন বিষয়গুলি এই রাস্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

যার গুরুত্ব সব থেকে বেশি।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরের মধ্যেও বেশ কিছু রাস্তা খারাপ হয়ে গেছে যেসবের টেন্ডারও ডাকা হয়ে গেছে।আমি চাই কালিয়াগঞ্জ শহরের রাস্তা গুলি দিয়ে মানুষ খুব ভালোভাবে কোন অসুবিধা ছাড়াই যাতায়াত করুক।

 

এই রাস্তার কাজগুলি হয়ে গেলে সব থেকে আমি বেশি খুশি হব।কারন মানুষ আমাদের কাছ থেকে ভালো পরিষেবা পাবার জন্যই অনেক আশা করে আমাদের তৃণমূল দলকে পৌর সভার দায়িত্ব তুলে দিয়েছে তাই আমাদের দায়িত্ব ভালো পরিষেবা জনগনকে দেওয়া।তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে কালিয়াগঞ্জ শহরের কোন রাস্তা ঘাট সম্পর্কে কারো কোন অভিযোগ থাকবেনা এটুকু হলফ করেই বলতে পারি।তাই কালিয়াগঞ্জ পৌর সভার নাগরিকরা যে ভাবে আমাদের সহযোগিতা করে আসছে তারা আমাদের সহযোগিতা করবে এটাই আমার বিশেষ ভাবে আবেদন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *