কালিয়াগঞ্জ রেল স্টেশনে এক শ্রেণীর দোকানদাররা স্টেশনের সামনে প্রতিদিন আবর্জনা ফেলায় দোকানদারদের বিরুদ্ধে আর পি এফএর অভিযান
1 min readকালিয়াগঞ্জ রেল স্টেশনে এক শ্রেণীর দোকানদাররা স্টেশনের সামনে প্রতিদিন আবর্জনা ফেলায় দোকানদারদের বিরুদ্ধে আর পি এফএর অভিযান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ ডিসেম্বর:কয়েক দিন ধরেই কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামনে নোংরা আবর্জনা ফেলছিল স্টেশন চত্বরের অবস্থিত দোকানদাররা।কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বার বার দোকানদারদের স্টেশনের সামনে নোংরা ফেলতে নিষেধ করলেও তার কথায় কেও গুরুত্ব দেয়নি।অবশেষে কালিয়াগঞ্জ স্টেশনের সামনে নোংরা ফেলার খবরটি রেলের রায়গঞ্জের আর পি এফ ইন্সপেক্টর বিনীত কুমারের কানে যায়।এই ঘটনা জানার সাথে সাথে দ্রুত মঙ্গলবার
দুপুরে রায়গঞ্জের আর পি এফ ইন্সপেক্টর বিনীত কুমার একদল আর পি এফ কর্মীদের সাথে নিয়ে তার নেতৃত্বে কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরের দোকানদারদের দোকানে গিয়ে বিরাট অভিযান চালায়। এই ঘটনায় কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরের দোকানদাররা হচকচিয়ে যায়।ফলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।আর পি এফ ইন্সপেক্টর বিনীত কুমার স্টেশন চত্বরের ১০ টি দোকানদারদের স্টেশনের সামনে নোংরা ফেলার অপরাধের জন্য ২৪ শো টাকা দোকানদার দের বিরুদ্ধে ফাইন করে।ইন্সপেক্টর বিনীত কুমার বলেন স্টেশন চত্বর সবসময পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।কারন হাজার হাজার মানুষ এই স্টেশনে প্রতিনিয়ত যাতায়াত করে।ভবিষ্যতে আবার এই ধরনের ঘটনা ঘটলে এর চেয়েও বড় ফাইন তাদের বিরুদ্ধে করা হবে বলে তিনি জানান।আর পি এফ ইন্সপেক্টর বিনীত কুমার দোকানদারদের বিরুদ্ধে এই ধরনের দ্রুত ব্যাবস্থা নেওয়ায় তাকে অনেকেই এই কাজের জন্য অভিনন্দন জানায় বলে জানা যায়।কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার আর পি এফ্ এর এই ধরনের কর্ম তৎপরতা এবং অভিযানের জন্য তিনি ইন্সপেক্টর বিনীত কুমার ও তার কর্মীদের অভিনন্দন জানান।