October 24, 2024

প্রতীতির আসরের আলোচনার বিষয়”আগমনীর আবেগে বাংলা ও বাঙালি 

1 min read

প্রতীতির আসরের আলোচনার বিষয়”আগমনীর আবেগে বাংলা ও বাঙালি 

.রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ধনকোলে বিশিষ্ট পুরা অনুসন্ধানী ভানু প্রতাপ শর্মার গৃহে প্রতীতির ৪৬ তম বর্ষের ৭তম অধিবেশনের বিষয় ছিল “আগমনীর আবেগে বাঙালি”।অনুষ্ঠানের সূচনা হয় অমিত কমল গুহের আগমনী সঙ্গীতের মধ্য দিয়ে।স্বর্ণময় অধিকারী আলোচনায় অংশ নিয়ে আগমনীর কি ভাবে আগমন একসময় হয়েছিল তার বিস্তারিত ব্যাখ্যা উপস্থিত স্রোতাদের সামনে তুলে ধরে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলেন।অনুষ্ঠানে আগমনীকে কেন্দ্র করে স্বরচিত কবিতা পাঠ করে শোনান সনাতন তালুকদার

 

এবং অমল কৃষ্ণ মণ্ডল।আগমনীর আবেগে বাংলা ও বাঙালি শীর্ষক আলোচনায় অংশ নেন চন্দ্র নাথ সাহা,কাজল মোদক,সুমনা গুহ,মৃন্ময় কর।তপন কুমার চক্রবর্তী,প্রদীপ কুমার কুন্ডু, ড:কাঞ্চন কুমার দে।এবং বিশ্বজিৎ দাস বিষয় ভিত্তিক আলোচনা করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিপুল কুমার মৈত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা পাঠ করে অনুষ্ঠানের আলোচনার সাথে একই সুরে সুর বাঁধেন বলে অনেকেই মনে করেন। প্রতীতির আগমনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিথি শর্মা,তাপস চ্যাটার্জী,শ্যামলী সরকার,আকাশবাণীর গীতিকার তথা সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী এবং সঙ্গীত পরিবেশন করে বিশেষ ভাবে অনুষ্ঠানের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেন গৃহকর্তা ভানু প্রতাপ শর্মা।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন সংস্থার প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *