কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে এক দিনের টালেন্ট সার্চ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভেলাই একাদশ
1 min readকালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে এক দিনের টালেন্ট সার্চ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভেলাই একাদশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ অক্টোবর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে একদিনের টালেন্ট সার্চ অনূর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভেলাই।অপর দিকে রানাসের তকমা পায় ভান্ডার একাদশ।
খেলার সূচনা করেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অমিত সাহা,কালিয়াগঞ্জ পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রথীন্দ্র নাথ গুহ,বিশিষ্ট আইনজীবী সুমনা গুহ এবং স্বপন ব্রহ্ম।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন আজকের অনুর্ধ ১৪ খেলাটি চারটি দল নিয়েই শুরু হয়।আজকের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির মহিলা খেলোয়াড়দের হাতে স্বর্গীয় প্রফুল্ল গুহর স্মৃতি রক্ষার্থে একটি করে জার্সি প্রদান করেন প্রফুল্ল গুহের কন্যা সুমনা গুহ।