স্কুল মাঠ বয়েজ এর ফুটবলে চ্যাম্পিয়ন ধামজা একাদশ_
1 min readস্কুল মাঠ বয়েজ এর ফুটবলে চ্যাম্পিয়ন ধামজা একাদশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ অক্টোবর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল মাঠ বয়েজ এর পরিচালনায় একদিনের ১২দলীয় একটি নক আউট ফুটবল খেলায় ধামজা একাদশ চ্যাম্পিয়নের মর্যাদা পায়।জানা যায় ৪_৩ গোলে ট্রাই বেকারে ধামজা একাদশ মুস্তাফানগর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ধামlজা একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বলে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির মাননীয় সভাপতি অমিত সাহা।অপর দিকে রানার্স দল মুস্তাফানগর একাদশের হাতে রানার্স ট্রফি তুলে দেন বিশিষ্ট বর্ষীয়ান ফুটবল খেলোয়াড় অজয় দাস।খেলায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সাধারন সম্পাদক তরুণ গুহ সহ একাধিক বিশিষ্ট জনেরা।খেলা দেখার জন্য ফুটবল প্রেমীদের ভীর জমে বলে জানা যায়।